৪ এপ্রিল, ২০২৫ | ২১ চৈত্র, ১৪৩১ | ৫ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত   ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ   ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!

কুতুবজোমে অপহৃত ছাত্রকে উদ্ধার করতে গিয়ে অপহরনকারীদের হামলায় আহত-৪

ahoto
মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকায় অপহৃত ছাত্রকে উদ্ধার করতে গিয়ে অপহরনকারীদের হামলায় কলেজ ছাত্রী সহ আহত ৪ জন। আহত পরিবার সদস্যদের দেওয়া তথ্যমতে, ৪ এপ্রিল বিকাল ৩টায় কুতুবজোম পশ্চিম পাড়া এলাকার মানবপাচারকারীর শীর্ষ দালাল আবছার, সালাহ উদ্দিন, নুরুল হক, হামিদ, তারেক, জাহাঙ্গীর আলম ও প্রজা খাতুনের নেতৃত্বে একদল মানবপাচারী অস্ত্রসস্ত্র সজ্জিত হয়ে হামলা চালিয়ে একই এলাকার দিলুয়ারা বেগম, নুর কবির, সেলিম, জিয়াসমিনকে পিঠিয়ে গুরুতর আহত করেছে। আহত দিলুয়ারা বেগম ও নুর কবিরের অবস্থা আংশঙ্কা হওয়ায় কর্তব্যরত ডাক্তার ককসবাজার সদর হাসপাতালে প্রেরন করেন। ঘটনার উৎপত্তি সর্ম্পকে জানাগেছে, কুতুবজোম আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র মোঃ সাগর (১৮) কে অপহরন করে নিয়ে মানবপাচার মামলার সদ্য জামিনে মুক্ত হয়ে আবারো পুরোদমে পাচারী কার্যক্রম চালিয়ে যাচ্ছে জাহাঙ্গীর ও আবছার গংয়েরা তাদের গোপন আস্তনায় নিয়ে যায়। সেই আস্তনা থেকে প্রাসাবে কথা বলে সাগর পালিয়ে আসার পথে মানবপাচারের দালালেরা দেখে ফেলে তখন সাগরকে আবার তাদের আস্তানায় নেওয়ার চেষ্টা করলে এলাকাবাসিঁ দেখে ফেলে তখন সাগরের আত্বীয় স্বজনেরা তাকে উদ্ধারের চেষ্টা করলে  মানবপাচারের দালাল আবছার গংয়েরা হামলা চালিয়ে উপরোক্ত ব্যক্তিদের আহত করে। এ ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোছেন জানান, আমার কাছে এখনো লিখিত কোন অভিযোগ আসেনি আসলে তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহন করব।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।