৫ ডিসেম্বর, ২০২৪ | ২০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২ জমাদিউস সানি, ১৪৪৬


শিরোনাম
  ●  গলায় ওড়না পেঁচিয়ে উখিয়া ডিগ্রি কলেজের ছাত্রী’র আত্নহত্যা   ●  যারা ক্লাসে ৭০% উপস্থিত থাকবে না তাদের পরিক্ষায় অংশগ্রহন করতে দেওয়া হবে না- শাহাজাহান চৌধুরী   ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার

কুতুবদিয়ায় জেলের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:
ঘূর্ণিঝড় মোখার পরে সাগরে মাছ ধরতে গিয়ে মঙ্গলবার ঝড়ের কবলে পড়ে ট্রলার ঢুবির ঘটনায় এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।  বুধবার (১৭ মে) ভোর চারটার দিকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত জেলের নাম বিশ্বনাথ চন্দ্র দাস (৩৮)। তিনি নোয়াখালীর হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের আদিনাথ মাস্টারের বাড়ির যশোদা কুমার দাসের ছেলে।
স্থানীয় আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ড সদস্য আক্তার কামাল তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১৪ জেলে নিয়ে বিশ্বনাথসহ অন্য জেলেরা শনিবার সাগরে মাছ ধরতে যায় কুতুবদিয়ার রত্ন সেন দাসের এফবি সাগর নামে একটি ট্রলার। ঘূর্ণিঝড় মোখার কারণে তারা কূলে ফিরে আসে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর মঙ্গলবার রাত ১০টার দিকে ট্রলারটি আবারো বঙ্গোপসাগরে যায়। রাত দেড়টার দিকে কূলে ফেরার সময় গুলিদ্ধার নামক স্থানে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি। ঝড়ে ১৪ মাঝিমাল্লা নিয়ে উল্টে যায় ট্রলারটি। পরে ১৩ জন জীবিত উদ্ধার হলেও নিখোঁজ ছিলেন বিশ্বনাথ। অন্য একটি ট্রলার নিয়ে খোঁজাখুঁজির পর বুধবার ভোরে সাগরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় এক জেলের মৃত্যুর খবর শোনেছি। ডুবন্ত ট্রলার ও মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলে আমাকে জানানো হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।