কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে পড়ে তাহসীন নামের দেড় বছরের এক শিশু মারা গেছে। শনিবার সকাল ১০ টার দিকে উপজেলা সদর বড়ঘোপ রোমাই পাড়া গ্রামে পানি ডুবির ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, শনিবার সকাল ১০ টার দিকে রোমাই পাড়ার কলিম উদ্দিন এর শিশু পুত্র তাহসীন সবার অলক্ষ্যে পাশের পুকুরে পড়ে যায়। তালাশ করতে গিয়ে শিশুটিকে পুকুরে ডুবন্ত দেখে তাকে উদ্ধার করা করা হয়।
পরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক শিশুটি মৃত বলে জানান।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।