নিজস্ব প্রতিবেদকঃ কুতুবদিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে চার বছরের এক সাজপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে আলী ফকির ডেইল এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
কুতুবদিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ফেরদৌস জানান, আলী আকবর ডেইলের দক্ষিন ধুরুং এলাকার মৃত ছৈয়দ আহমদের ছেলে রিদোয়ান প্রকাশ রিদু (৩৫) একটি জিয়ার মামলায় চার বছরের সাজা নিয়ে আত্নগোপনে ছিল। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) খোকন কান্তি রুদ্র নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে ৪ বছর সশ্রম কারাদণ্ড। ৫০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ২ মাসের কারাদন্ড ভোগ করতে হবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।