৩ এপ্রিল, ২০২৫ | ২০ চৈত্র, ১৪৩১ | ৪ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত   ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ   ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!

কুতুবদিয়ায় দূর্গাপুজার জন্য প্রস্তুত ১২ মন্ডপ, নিশ্চিদ্র নিরাপত্তা

আবুল কাশেম,(কুতুবদিয়া): কুতুবদিয়ায় সনাতনী হিন্দু সম্প্রদায়ের আসন্ন দুর্গোৎসবে ১২ টি মন্ডপে প্রতিমা পূজা  অনুষ্ঠিত হবে। এছাড়া ব্যক্তিগত ভাবেও আরো ২৭ স্থানে ঘটপূজা অনুষ্ঠিত হবে বলে উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে।
১২ প্রতিমা মন্ডপগুলো হচ্ছে কুতুবদিয়া কেন্দ্রীয় কালী মন্দির(বড়ঘোপ বাজার), বানেশ্বর কালী মন্দির (মধ্যম বড়ঘোপ কৈর্বত্য পাড়া), সর্বমঙ্গলা কালী মন্দির (পূর্ব বড়ঘোপ কৈবর্ত্য পাড়া), বিমল নাথের হরি মন্দির ( দক্ষিণ ধূরুং নাথ পাড়া), ভবানী মহাজনের দুর্গা মন্দির ( দক্ষিণ ধূরুং নাথ পাড়া), লেমশীখালী সর্বমঙ্গলা দুর্গা মন্দির ( লেমশীখালী), রাধাকৃষ্ণ নন্দধাম মন্দির ( আলী আকবর ডেইল কুমিড়া ছড়া), রাধাগোবিন্দ দুর্গা মন্দির (বড়ঘোপ মগডেইল), প্রদীপ পাড়া সার্বজনীন দুর্গা মন্দির ( উত্তর ধুরুং প্রদীপ পাড়া). মায়ের বাড়ী কালী মন্দির ( বড়ঘোপ মিয়ার ঘোনা), মায়ের বাড়ী দুর্গা মন্দির ( পূর্ব বড়ঘোপ কৈবর্ত্য পাড়া) এবং শ্রী শ্রী দুর্গা মন্দির ( পূর্ব বড়ঘোপ কৈবর্ত্য পাড়া) ।
কুতুবদিয়া কেন্দ্রীয় কালী মন্দির পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কান্তি শীল বলেন, সোমবার মহা পঞ্চমী ‘র মাধ্যমে দুর্গা পূজা শুরু হবে। ৩০ সেপ্টেম্বর মহাদশমীতে প্রতিমা বির্সজনের মাধ্যমে শেষ হবে।  রবিবার সকল প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে  বলে তিনি জানান। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক সমীর কান্তি দাশ ও সাধারণ সম্পাদক ডা. রাজীব শীল বলেন, এবার আসন্ন শারদীয় দুর্গোৎসবে উপজেলায় ১২ টি মন্ডপে প্রতিমা পূজা ও ২৭টি ঘটপূজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে পূজা উদযাপনে সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। অত্যান্ত শান্তিপূর্ণ ও  ভ্রাতিত্ববোধ নিয়ে  পালিত হবে দুর্গাপূজা । সে লক্ষ্যেই ১৯ শে সেপ্টেম্বর উপজেলা পরিষদের সম্বেলন কক্ষে  প্রশাসন ,জনপ্রতিনিধি ও এলাকাবাসির সাথে মতবিনিময় সভা হয়েছে বলে জানান তারা। এছাড়া কুতুবদিয়া থানার উদ্যোগে ২৩শে সেপ্টেম্বর সকাল ১০টায় দূর্গাপুজায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখার জন্য এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
থানার অফিসার ইনার্জ (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদাউস বলেন, হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি মন্ডপে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত রাখা হবে। শান্তিপূর্ণ ভাবে পূজা সম্পন্ন করতে সনাতন ধর্মাম্বলী সহ সকলের সহযোগীতা আশা করেন তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।