কুতুবদিয়া প্রতিনিধিঃ কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে তানিছা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার(১২ নভেম্বর) দক্ষিণ ধূরুং আলী ফকির ডেইল গ্রামে পানি ডুবির ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ওই গ্রামের নুরুল কবিরের ১৭ মাস বয়সী শিশু কন্যা তানিছা সবার অজান্তে বাড়ির পাশের পরিত্যক্ত পুকুরে পড়ে যায়। পরে তার মা খোঁজ পেয়ে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মোস্তাফা মনির মাসুদ শিশুটি মৃত বলে জানান।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।