নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের কুতুবদিয়া থানার বিশেষ অভিযানে মাদক মামলার দীর্ঘদিনের পলাতক আসামী আবদুল মান্নানকে গ্রেফতার করেছে। গতকাল রোববার বিকেল ৪ টায় আলী আকবর ডেইলের শান্তিবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নে ৩নং ওয়ার্ড়ের(আবদুল হাদী সিকদার পাড়া)’র মৃত রশিদ আহমদের ছেলে৷
কুতুবদিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর হায়দার জানান, দীর্ঘদিন ধরে এক মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী কুতুবদিয়ায় তার নিজ এলাকায় আত্মগোপন করে আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। তার আস্তানা থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত ঃ ৩৮৫০ পিচ ইয়াবা নিয়ে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ফেনী থেকে র্যাব-৭ এর হাতে আটক হন মান্নান৷ ধারা-১৯৯০ সালের মাদক আইনের ১৯(১), এর ৯(খ), অনুযায়ী ফেনী সদর থানায় তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু হয়েছিল যার মামলা নং-(৪৩/৭৭৮)৷ এই মামলার পলাতক আসামী হিসেবে আবদুল মান্নান গ্রেফতার হন৷
স্থানীয় সুত্রে মতে, আবদুল মান্নান দীর্ঘদিন এলাকায় অবস্থান করে বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে আছেন৷ কিছুদিন পূর্বে তিনি ভিটেবাড়ি দখলের উদ্দেশ্যে নিজের থাকার পলিথিনের ঘরে নিজে আগুন লাগিয়ে তার আপন চাচাত ভাইদের আসামী করে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন বলে কয়েকজন ভুক্তভোগী জানিয়েছেন
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।