৩ এপ্রিল, ২০২৫ | ২০ চৈত্র, ১৪৩১ | ৪ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত   ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ   ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!

কুতুবদিয়ায় মাষ্টার আহমদ উল্লাহ স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত

আবুল কাশেম,(কুতুবদিয়া): কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে কৈয়ারবিল আইডিয়াল হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কক্সবাজার জেলা পরিষদের সদস্য,কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাষ্টার আহমদ উল্লাহ (বি.কম)।

৬ নভেম্ববর সোমবার অত্র স্কুলের প্রধান শিক্ষকের কার্যালয়ে গোপন ব্যালটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভাঃপ্রাঃ) মো: ওমর ফারুক। সভাপতি নির্বাচনের ক্ষেত্রে ৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এই ৬ জনের মধ্যে ৫ জন অভিভাবক প্রতিনিধি, ১ জন দাতা সদস্য।

উল্লেখ্য, গত ৪ নভেম্ববর ৫জন অভিভাবক প্রতিনিধি অভিভাবকদের ভোটে ১ম খলিলুর রহমান খলিল ২য় গোলাম মোহাম্মদ ৩য় মাহাবুল কাদের বাবুল ৪থ আবুল হোছাইন নির্বাচিত হয়েছিল এবং দাতা সদস্য নির্বাচিত হয়েছিল জাফর আলম ১ জন শিক্ষক প্রতিনিধি শিক্ষকদের সরাসরি ভোটে নির্বাচিত হয়েছিল এবং মহিলা সদস্য পদে এস্তেহারা বেগম বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছিলেন। ঐনির্বাচনেও প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। সভাপতি প্রার্থীর ২ জনের ১জন জামাত নেতা চকরিয়া জমজম হাসপাতালের পরিচালক গোলাম কবির পেয়েছেন ১ ভোট। অপরদিকে মাষ্টার আহমদ উল্লাহ (বি.কম) ৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন।

ফলাফল ঘোষনার পর নির্বাচিত সভাপতি মাষ্টার আহমদ উল্লাহর সাথে কথা বলে তার অভিমত জানতে চাইলে এই প্রতিনিধিকে জানান, অভিভাবক প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধিগণ আমাকে সভাপতি নির্বাচিত করায় আমি আনন্দিত ও তাদের প্রতি কৃতজ্ঞ। চেষ্টা করবো অভিভাবকদের ছেলে/মেয়েদের যেন এই প্রতিষ্ঠানে নিরাপত্তার সাথে পড়াশোনা করতে পারে এবং শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশা পাশি স্কুলের অবকাটামো উন্নয়নে চেষ্টা করবো।

কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জালাল আহমদ বলেন, সরকারী প্রজ্ঞাপণ অনুযায়ী বিধি মোতাবেক গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠুভাবে এই নির্বাচন সম্পন্ন হওয়ায় এলাকাবাসীর আনন্দের সাথে সাথে আমিও আনন্দিত এবং আশা করছি এই সভাপতির মাধ্যমে স্কুলের সার্বিক উন্নয়ন ঘটবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।