বঙ্গোপসাগরে এখন যে ঝড়টি তোলপাড় করছে সেটির নাম ‘কায়ান্ট’। আঘাত হানতে পারে বাংলাদেশ, মিয়ানমার কিংবা ভারতে। তিন দেশের মানুষই কিছুটা চিন্তিত। কিন্তু এর নাম কেন কায়ান্ট?
ঝড়টির এই নাম দিয়েছে মিয়ানমার। মিয়ানমার ও থাইল্যান্ডে বসবাসকারী ‘মন’ জাতিগোষ্ঠীর ভাষায় এর অর্থ ভয়ঙ্কর প্রাণী কুমির।
সাগরে সৃষ্ট প্রতিটি ঝড়েরই এখন নাম দেয়া হয়। লোকজন যাতে সহজে ঝড়গুলো বুঝতে পারে, সেজন্য এই ব্যবস্থা। বিশ্ব আবহাওয়া সংস্থার একটি আন্তর্জাতিক কমিটি এই নাম নির্বাচন করে।
আরব সাগর ও বঙ্গোপসারে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম দেয়ার জন্য উত্তর ভারত মহাসাগরীয় এলাকার আটটি দেশের দেয়া ৬৪টি নাম কমিটির কাছে থাকে। এসব দেশ হলো বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।