রায়হান সিকদার,(লোহাগাড়া): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের আরকান মহাসড়কে খাঁন দিঘী নামক স্হান হতে এস অালম পরিবহন গাড়ী হতে এক সাংবাদিক ও মানবাধিকার কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।আটককৃত সাংবাদিকের নাম হলো মোহাম্মদ কামাল হোসেন(৩৭)। সে কুমিল্লা জেলার বিঃ পাড়া থানার শাহেবাবাদ পাড়া এলাকার মৃত ফরিদ উদ্দিনের পুত্র। সে সাপ্তাহিক শীর্ষ অপরাধ পত্রিকার স্টার্ফ রিপোর্টার এবং মানবাধিকার কর্মী বলে দাবী করেন। সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টায় চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আবদুল জলিল,লোহাগাড়া থানার এসআই মোহম্মদ আবদুল আউয়াল ও তার সঙ্গীয় পুলিশ ফোর্সদের সাথে নিয়ে উল্লেখিত এলাকায় চট্টগ্রাম অভিমুখী এস আলম পরিবহন বাসটি থামিয়ে তল্লাসি চালিয়ে ৪শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মানবাধিকার কর্মীকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।আটক সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোহাম্মদ কামাল হোসেন জানিয়েছেন,তিনি রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণ করতে গিয়েছিলেন।তার এক বন্ধু উক্ত ইয়াবা ট্যাবলেটগুলো চট্টগ্রামে পৌঁছে দিতে বলেন।আটককৃত মানবাধিকার কর্মীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ শাহজাহান পিপিএম(বার) জানিয়েছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।