২১ এপ্রিল, ২০২৫ | ৮ বৈশাখ, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

কুসিক নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কমিশন বদ্ধপরিকর : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।
গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিতে নির্বাচনই হচ্ছে মূল চাবিকাঠি উল্লেখ করে তিনি বলেন, আগামী ৫ বছর নিরপেক্ষ ভূমিকা পালন করার মধ্য দিয়ে দেশে সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা হবে।
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ আবদুল্লাহ ও অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান। জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন ম-ল।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডিজিএফআই আঞ্চলিক অধিনায়ক আফম আতিকুর রহমান, বিজিবি আঞ্চলিক অধিনায়ক কর্নেল গাজী মো. আহসানুজ্জামান, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয় কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নিয়োগকৃত ১৯৮৭ জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারকে প্রশিক্ষণ প্রদান করা হয়।
দু’দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে জিলা স্কুলে গত শুক্রবার প্রথম পর্যায়ে ১২৯৮ জন পোলিং অফিসার এবং আজ দ্বিতীয় পর্যায়ে ১০৩ জন প্রিজাইডিং অফিসারসহ ৬৮৯ জন সহকারী প্রিজাইডিং অফিসারকে প্রশিক্ষণ দেয়া হয়। গতকাল শনিবার সকালে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এ কর্মশালা শুরু হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের দিন ভোটগ্রহণ কর্মকর্তাদের স্বাধীনভাবে নির্ভয়ে ও নিরপেক্ষ থেকে সততা, দক্ষতা ও দায়িত্ববোধের সঙ্গে ভোটগ্রহণের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার আহ্বান জানান।
তিনি বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণে নির্বাচন গ্রহণকারী সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারো কোনো সৈথিল্যতা বরদাস্ত করা হবে না। নূরুল হদা ভোট চলাকালীন কেন্দ্রে কোনো প্রভাবশালীর কোনো প্রভাব বা কোনো প্রকার বিশৃঙ্খলার ঘটনা না ঘটে, সেদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেন।
তিনি বলেন, আন্তর্জাতিক, জাতীয় ও স্থানীয় পর্যায়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেদিকে লক্ষ্য রেখে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের সততা দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১৫৮ জনের মধ্যে মেয়র পদে ৪ জন প্রার্থী ২৭টি ওয়ার্ডে ১১৪ জন কাউন্সিলর প্রার্থী এবং ৯টি সংরক্ষিত আসনে ৪০ জন মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সিটি কর্পোরেশনের ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২ হাজার ৪৪৭ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৫ হাজার ১১৯ জন।
সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে ১০৩টি কেন্দ্রে ৬২৮টি ভোট কক্ষে ভোটগ্রহণের জন্য প্রস্তুতিগ্রহণ করা হয়েছে বলে রিটার্নিং অফিসার রকিবউদ্দিন ম-ল জানিয়েছেন। তিনি আরো জানান, সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে এখনো কোনো অপ্রীতিকর সহিংসতা বা কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীদের ও প্রচার প্রচারণায় কোনো অভিযোগ নেই বলে তিনি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।