১৯ এপ্রিল, ২০২৫ | ৬ বৈশাখ, ১৪৩২ | ২০ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার

জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক সংকট নিরসনে জনগণের অংশগ্রহণের মাধ্যমে সামাজিক বনায়ন কার্যক্রমে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে কক্সবাজার পৌর আওয়ামী লীগ সভাপতি, কক্সবাজার -৩ সংসদীয় আসনে আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ নজিবুল ইসলামের তত্ত্বাবধানে ২২ জুলাই (শনিবার) ভারুয়াখালী দারুল উলুম আলিম মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্টিত হয়েছে।
ভারুয়াখালী ইউনিয়ন পরিষদ ও সভাপতি ভারুয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিনের
সভাপতিত্বে এবং ভারুয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আজিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কক্সবাজার পৌর আ.লীগ সভাপতি মোঃ নজিবুল ইসলাম, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী, ৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সেলিম ওয়াজেদ, ১১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবদুল মজিদ সুমন।
এসময় উপস্থিত ছিলেন ভারুয়াখালী ইউনিয়ন পরিষদ সদস্য বেবি আক্তার, মনোয়ারা বেগম নুরী, নিলুফা বেগম আলিয়া,ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ফরিদুল আলম। ভারুয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের আওতাধীন ১নং সভাপতি নুরুল হাকিম, সাধারণ সম্পাদক আছাদ আলী,২নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক, আবছার,৩নং ওয়ার্ড সভাপতি বাবুল, সাধারণ সম্পাদক নুরুল আজিম, ৪নং ওয়ার্ড সভাপতি জাফর আলম সাধারণ সম্পাদক আক্তার কামাল, ৮নং ওয়ার্ড সভাপতি আক্তার মিয়া, সহ-সভাপতি গুরা মিয়া, সহ-সভাপতি আবদুল হক, সহ-সভাপতি ইলিয়াস,৯নং ওয়ার্ড সভাপতি ফরিদুল আলম,সাধারণ সম্পাদক নুরুল হুদা, যুগ্ন সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা শেখ কামাল, সাবেক ছাত্রনেতা বখতিয়ার খিলজি, ভারুয়াখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাসেম।
আরও উপস্থিত ছিলেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি ডাক্তার পরিমল কান্তি দাস, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নুরুল আলম পেটান, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ, ৭নং ওয়ার্ড সভাপতি জাফর আলম, ৯নং ওয়ার্ড সভাপতি জহিরুল কাদের ভুট্টো, সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন কবির, পৌর আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়সল হুদা, সহ-দফতর সম্পাদক সোহেল রানা সহ পৌর আওয়ামী লীগ নেতা এডভোকেট ছোটন কান্তি দাস, সাগর পাল, লিটন কুমার,আজিজ উদ্দিন, আমিন উল্লাহ, ইয়াছিন আরফাত, রায়হান ছিদ্দিক, জহির ইসলাম, আশরাফ উদ্দিন খোকা প্রমুখ।
এসময় বক্তারা বলেন,  জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষায় এবং কৃষি খাতের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করছেন। কৃষির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ, সার,সুদমুক্ত ঋণ দিচ্ছে বর্তমান সরকার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।