২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য নির্বাচিত হলেন কক্সবাজারের মুজাহিদুল হক সৌরভ

কক্সবাজারের কৃতি সন্তান মোহাম্মদ মুজাহিদুল হক সৌরভ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। ২৮ এপ্রিল শুক্রবার বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল প্যাডে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মুজাহিদুল হক সৌরভ কেন্দ্রীয় ছাত্রলীগের নবনির্বাচিত সদস্য হিসেবে রংপুর বিভাগের দিনাজপুর জেলার সাংগঠনিক দায়িত্ব পালন করবেন।
সৌরভ হাই স্কুল থেকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। তিনি মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর সালাহ উদ্দিন-হেলাল উদ্দিন কমিটির কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সদস্য ও আলী আহমদ-আবু তাহের আজাদ কমিটির কক্সবাজার জেলা ছাত্রলীগের উপ-আইন সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন। এছাড়া সৃজনশীল বিভিন্ন কর্মকান্ডেও জড়িত ছিল এ বঙ্গবন্ধুর সৈনিক। ল’ ইনষ্টিটিউট শাখা ছাত্রলীগের ব্যানারে ‘চেতনা (মার্চ ২০১৪)’, ঢাকা আইন কলেজ শাখা ছাত্রলীগের ব্যানারে ‘মুখের বুলি (ফেব্রুয়ারি ২০১৫)’ এবং ঢাকা আইন কলেজ শাখা ছাত্রলীগের বানারে ‘চেতনার মার্চ (মার্চ ২০১৫)’ সাময়িকীতে সম্পাদনার দায়িত্বে ছিলেন। এছাড়া ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ সৃষ্টি ও স্বাধীন হওয়ার প্রক্রিয়া এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করায় বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২০১৫ সালের ৬ জানুয়ারি কক্সবাজার সদর কোর্টে রাষ্ট্রদ্রোহী মামলার বাদীও এই ছাত্রনেতা।
মুজাহিদুল হক সৌরভ মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সদস্য একরামুল হক চৌধুরী ও মহেশখালী উপজেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেলিনা আক্তার দম্পতির ছেলে। এছাড়া তাঁর নানা মরহুম এডভোকেট ফয়জুল করিম মুক্তিযুদ্ধকালীন পাকিস্তান সরকার কর্তৃক মহেশখালীতে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার প্রধান আসামী এবং দাদা মরহুম আলহাজ্ব দলিলুর রহমান বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।