২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

কোরক বিদ্যাপীঠ জেএসসি পরীক্ষার সদ্য প্রকাশিত বৃত্তির ফলাফলে এবারও উপজেলা র্শীষে

কক্সবাজার জেলার আট উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে বরাবরের মতো সাফল্যের ধারাবাহিতা অক্ষুন্ন রেখেছেন চকরিয়া উপজেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান ‘চকরিয়া কোরক বিদ্যাপীঠ’। ৩০মার্চ চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত জুনিয়র স্কুল সাটিফিকেট (জেএসসি) পরীক্ষার বৃত্তির ফলাফলে চকরিয়া কোরক বিদ্যাপীঠের ৪৬জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছেন। তারমধ্যে ১০জন পেয়েছেন ট্যালেন্টপুল ও অপর ৩৬জন পেয়েছেন সাধারণ গ্রেড। ফলাফল অনুযায়ী ৪৬জন বৃক্তি পেয়ে চকরিয়া কোরক বিদ্যাপীঠ এবারও উপজেলার মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে।
চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো.নুরুল আখের বলেন, ২০১৬ সালে অনুষ্টিত জুনিয়র স্কুল সাটিফিকেট (জেএসসি) পরীক্ষায় চকরিয়া কোরক বিদ্যাপীঠ থেকে ৩৯১জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তারমধ্যে ঘোষিত ফলাফলে ৩৯০জন শিক্ষার্থী পাশ করে বরাবরের মতো অসাধারণ সাফল্য অর্জন করেন। কৃতকার্য হওয়া ৩৯০জন শিক্ষার্থীর মধ্যে ১৩৫জন এপ্লাস পেয়েছেন। তিনি বলেন, গত ৩০ মার্চ চট্টগ্রাম শিক্ষাবোর্ড থেকে প্রকাশিত জেএসসি পরীক্ষার বৃক্তির ফলাফলে চকরিয়া কোরক বিদ্যাপীঠের ৪৬জন শিক্ষার্থী এবার বৃত্তি লাভ করেন। তারমধ্যে ১০জন পেয়েছেন ট্যালেন্টপুল ও ৩৬জন পেয়েছেন সাধারণ গ্রেড। ট্যালেন্টপুলে প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন মো.রাইসুল ইসলাম চৌধুরী, জাওয়াত বিন হোছাইন, রবিকুল ইসলাম, তাসনিমুল আকিব বিন ফরিদ, মিসফা আহমেদ সম্রাট, সৈয়দ মোহাম্মদ রশিদ, রাহাত আল মামুন, লাবিবা ছালওয়া ইসলাম, তানাজাতুল ইসফার নুপা ও সিদরাতুল মুনতাহা হৃদি।
চকরিয়া কোরক বিদ্যাপীঠ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম বলেন, প্রতিষ্ঠার পর থেকে ভাল মানের ও অভিজ্ঞ শিক্ষকদ্বারা মনোরম শ্রেণীকক্ষে গুণগতমানের পাঠদান ও সঠিকভাবে তদারকির কারনে চকরিয়া কোরক বিদ্যাপীঠের শিক্ষার্থীরা ফলাফলের ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করে আসছেন। তার ধারবাহিকতা এখনো অক্ষুন্ন আছে। মুলত সকল শিক্ষকের দায়িত্বশীল ভুমিকা এবং সচেতন অভিভাবকদের নিয়মিত তদারকির কারনে শিক্ষার্থীরা মনোযুগী হয়ে লেখাপড়া করে আসছেন বলেই আমাদের এই সফলতা। তিনি বলেন, আগামীতেও শিক্ষার্থীদের এই ধরণের সাফল্যে অব্যাহত রাখতে পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রতিষ্ঠানের প্রয়োজনে আর্থিক, প্রশাসনিক ও সুদক্ষ শিক্ষক মন্ডলীকে সার্বিক সহযোগিতা করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।