২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

চকরিয়ায় জাতীয় পাটির সংবর্ধনা সভায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা

ক্ষমতাকে কুক্ষিগত করতেই বিএনপি মিথ্যা মামলা দিয়ে এরশাদের উপর জুলুম করেছে

এম.জিয়াবুল হক,(চকরিয়া): স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাতীয় পাটির (এরশাদ) প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা এমপি বলেছেন, ৯০ সালে সংবিধান সম্মতভাবে ক্ষমতা হস্তান্তরের পর নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসে জাতীয় পাটির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের উপর অমানবিক জুলুম নির্যাতন করেছে। মিথ্যা মামলায় জড়িয়ে তাকে জেলহাজতে পাঠিয়েছে। কিন্তু আইনী লড়াইয়ের মাধ্যমে সাবেক সফল রাষ্ট্রপতি কারামুক্ত হয়ে দেশ ও জনগনের কল্যানে আবারও রাজনীতিতে সরব হয়েছে।
তিনি বলেন, ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য ওইসময় বিএনপি পরিকল্পিতভাবে হুসেইন মুহাম্মদ এরশাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিলো, তাঁর উপর জুলুম করা হয়েছে। আল্লাহ সহায় থাকলে কেউ কাউকে সহজে ক্ষতি করতে পারেনা, কারণ সময় বেশি দুরে নয়, অপেক্ষা করুন দেখবেন দূর্নীতির মামলায় আগামী ১৫ দিনের মধ্যে জেলহাজতে যাচ্ছে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। এই শাস্তি হচ্ছে নিরাপরাধ পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের উপর নির্যাতন ও হয়রাণি করার মাশুল।
গতকাল ১৯ জানুয়ারী (শুক্রবার) বিকালে চকরিয়া উপজেলা জাতীয় পাটির কার্যালয়ে চকরিয়া উপজেলা, পেকুয়া উপজেলা, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ও চকরিয়া পৌরসভা জাতীয় পাটি এবং সহযোগি সংগঠনের আয়োজনে সংবর্ধনা সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এসব কথা বলেন।
চকরিয়া উপজেলা জাতীয় পাটির সভাপতি আলহাজ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও কক্সবাজার শহর জাতীয় পাটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা জাতীয় পাটির (এরশাদ) সভাপতি হাজি মোহাম্মদ ইলিয়াছ, জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক মুফিজুর রহমান মুফিজ, সহ-সভাপতি মোশারফ হোসেন দুলাল, যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমাউল হুসনা, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল আমিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদের নারী সদস্য ও চকরিয়া মহিলা পাটির সভাপতি রেহেনা খানম রাহু, চকরিয়া উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, পেকুয়া উপজেলা জাতীয় পাটির সভাপতি মাহাবুব ছিদ্দিকী, সাধারণ সম্পাদক জাহাংগীর আলম বিডিআর, সহ-সভাপতি সাংবাদিক দিদারুল করিম, মাতামুহুরী উপজেলা জাতীয় পাটির সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, চকরিয়া পৌরসভা জাতীয় পাটির সভাপতি জসিম উদ্দিন কমিশনার, চকরিয়া উপজেলা মহিলা পাটির সভানেত্রী জোসনা আক্তার, সাধারণ সম্পাদক সজরুন নাহার বুলু, মাতামুহুরী উপজেলা মহিলা পাটির সভানেত্রী হুমায়ুরা বেগম, পেকুয়া উপজেলা মহিলা পাটির সভানেত্রী আমাতুর রহিম হীরা, চকরিয়া পৌরসভা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, চকরিয়া উপজেলা যুব সংহতির সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ, মাতামুহুরী উপজেলা যুব সংহতির সভাপতি মানিক, সম্পাদক হাফেজ ইকবাল, পেকুয়া উপজেলা যুব সংহতি সভাপতি সাজ্জাদ, সম্পাদক সাইফুল ইসলাম, চকরিয়া উপজেলা শ্রমিকপাটির সভাপতি শোয়াইব রুবেল, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরো বলেন, অতীতের যে কোন সময়ের তুলনায় বর্তমানে সারাদেশে জাতীয় পাটির সাংগঠনিক অবস্থা খুবই ভাল। প্রায় প্রতিদিনই পাটির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ দলের সাংগঠনিক কার্যক্রম আরো বেশি বিকশিত করতে দেশের প্রতিটি প্রান্তরে যাচ্ছেন। কারণ জাতীয় পাটির জন্য সামনে আসছে সুদিন। তিনি বলেন, রংপুর সিটিতে বিজয়ের মাধ্যমে জাতীয় পাটি সারাদেশে নতুনভাবে উজ্জেবিত হয়েছে। নেতাকর্মীদের মাঝে আশার সঞ্চার দেখা দিয়েছে। আমরা চাই কক্সবাজার জেলাকেও রংপুরের মতো জাতীয় পাটির ঘাটিঁ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। সেইজন্য দলের সকলস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি চকরিয়া-পেকুয়া আসনের এমপি হাজি ইলিয়াছ দায়িত্ব পালনকালীন সময়ে তাঁর নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি প্রতিমন্ত্রীর সামনে তুলে ধরেন। ওই তিনি আগামীতেও এলাকার উন্নয়নে মন্ত্রীর সহযোগিতা প্রত্যাশা করেন।
ওইসময় জবাবে প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা বলেন, আমি জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য হিসেবে আছি ১৭বছর। একই সাথে রংপুর জেলা জাতীয় পাটির সভাপতি। দলের পাশাপাশি পাটির চেয়ারম্যানের সাথে আমার সর্ম্পক পারিবারিক। তিনি ওইসময় অনুষ্ঠানে সমবেত জাতীয় পাটির নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্য করে বলেন, আমি আপনাদের কথা দিচ্ছি, আগামী নির্বাচন পর্যন্ত আমি পাটির প্রেসিডিয়াম কমিটিতে যদি থাকি তাহলে এখানে (চকরিয়া-পেকুয়া আসনে) বর্তমান এমপি হাজি মোহাম্মদ ইলিয়াছকেই মনোনয়ন দেয়া হবে। এব্যাপারে পাটির চেয়ারম্যান, মহাসচিব সহ সকলের সাথে আমিই কথা বলবো।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।