১১ এপ্রিল, ২০২৫ | ২৮ চৈত্র, ১৪৩১ | ১২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত   ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ

খরুলিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন নিয়ে নয়-ছয়ের অভিযোগ

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার সদরের ঝিলংজা খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ঘিরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হকের বিরুদ্ধে নয়-ছয়ের অভিযোগ উঠেছে।
অভিযোগে প্রকাশ, গেল ২০২১ পর্যন্ত বিদ্যালয়ের দাতা তালিকায় হাফেজা খাতুন, শহিদুল ইসলাম শিমুল এই দুই জনের নাম থাকলেও এখন  নির্বাচন কেন্দ্রিক আরো তিন জনের নাম তালিকায় দেখা যাচ্ছে। যার মধ্যে দুই জন- যুবায়ের মুহাম্মদ এহসান ও আব্দুলমান্নান ভুট্টো প্রধান শিক্ষকের অতি নিকটাত্মীয় ও অপরজন রহীমুদ্দিন ছিদ্দিকী প্রতিবেশী। জনশ্রুতি আছে, প্রতিবারই এ ধরনের আজ্ঞাবহ   নির্বাচনী দাতাদেরই কৌশলে নিয়মিত  কমিটিতে আনেন।  তাই এলাকাবাসী এ ধরনের কমিটিকে প্রধান শিক্ষকের পকেট কমিটি বলে থাকেন!  স্থানীয় শিক্ষানুরাগী, অভিভাবক, ও সচেতন জনগনের সাথে কথা বলে দেখা গেছে যে, অত্র স্বনামধন্য বিদ্যালয়ের পুর্নাঙ্গ দক্ষ কমিটি গঠনে  বরাবরের মতই শংক্ষিত । এ ব্যাপারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন!
এছাড়া প্রধান শিক্ষক ভোটার তালিকা নিয়ে নানা অনিয়ম করারও অভিযোগ তুলেছেন একাধিক অভিভাবক  প্রার্থী। তবে প্রধান শিক্ষক তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।
সোমবার রাতে দাতা সদস্য হাফেজা খাতুন এই নিয়ে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর অভিযোগ দায়ের করেছেন।
মোট ১০ পদের নির্বাচনে অভিভাবক সদস্য ৫, শিক্ষক প্রতিনিধি ৩, দাতা ও প্রতিষ্ঠাতা একজন করে নির্বাচিত হবেন।
গতকাল সোমবার (১ আগস্ট) মনোনয়নপত্র জমার শেষ দিনে ১০ পদের বিপরীতে ১৪ প্রার্থী ফরম জমা দিয়েছেন। বিকেল ৪ টায় ফরম বিক্রির শেষ সময় হলে ৪ টা ১৫ মিনিট পর্যন্ত সাংবাদিকদের তথ্য দিতে অনীহা প্রকাশ করেন প্রধান শিক্ষক। পরে তাঁর ইচ্ছে মতো ৫ টার পর সাংবাদিকদের তথ্য সরবরাহ করেন তিনি।
সর্বোচ্চ অভিভাবক সদস্য পদপ্রার্থী ৭ জন। তারা হলেন, রশিদ আহমদ, মোহাম্মদ আয়াছ, জালাল উদ্দিন, ফরিদ উদ্দিন মুহম্মদ, শফিকুল ইসলাম, ওবায়দুল হক বাবুল, রশিদ আহমদ।
দাতা সদস্য পদে হাফেজা খাতুন ও রহিম উদ্দিন ছিদ্দিকী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মহিলা সদস্যে মুসররত আক্তার, প্রতিষ্ঠাতা সদস্যে আমিনুল হক, শিক্ষক প্রতিনিধি পদে রফিকুল ইসলাম, আহমদুর রহমান ও শওদা পারভিন।
আগামী ৪ আগস্ট বিকাল ৩টা পর্যন্ত প্রার্থীতা বাছাই। প্রত্যাহার ৮ আগস্ট। শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। মোট ভোটার ৭৩৪ জন।
২০ আগস্ট সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে।নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাশেদুল হাসান মোহাম্মদ মহিউদ্দিন।
নির্বাচনের আগে ৬ মাসের এডহক কমিটিতে ছিলেন, রহিম উদ্দিন ছিদ্দিকী সভাপতি, প্রধান শিক্ষক মাস্টার জহিরুল হক সাধারণ সম্পাদক (পদাধিকারবলে, শিক্ষক প্রতিনিধি সদস্য আবু ছৈয়দ ও অভিভাবক সদস্য আমিনুল হক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।