রাষ্ট্রপতির সাক্ষাতের অনুমতি না পাওয়ায় নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন নিয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রস্তাবনা বঙ্গভবনে পৌঁছে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। মঙ্গলবার বেলা ১১টায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) রুহুল আলম চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবিরর রিজভী প্রস্তাবনা নিয়ে বঙ্গভবনে যাবেন।
বিএনপি চেয়ারপারসনেরর প্রেস উইং সদস্য শায়রুল কবির খান একথা জানান। তিনি জানান, রাষ্ট্রপতির সাক্ষাতের অনুমতি পাওয়া যায়নি। তবে কাল (মঙ্গলবার) বঙ্গভবনে চেয়ারপারসনের প্রস্তাবনা পৌঁছে দেয়া হবে।
গত ১৮ নভেম্বর নির্বাচন কমিশন পুনর্গঠনে ১৩ দফা প্রস্তাব দেন বেগম খালেদা জিয়া। এরপর রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পৌঁছে দিতে বিভিন্ন মাধ্যমে চেষ্টা করে বিএনপি। তবে বিএনপি নেতারা আশা করলেও শেষ পর্যন্ত সাক্ষাতের অনুমতি মেলেনি।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।