২১ এপ্রিল, ২০২৫ | ৮ বৈশাখ, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

খালেদা কারাগারে, তারেকের নির্দেশে সন্ধ্যায় বৈঠকে বসছেন নেতারা  

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে নির্দেশে এই প্রথম দলের সিনিয়র নেতারা বৈঠকে বসছেন। শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের বিষয়টি পরিবর্তন ডটকমকে নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল(অব.) মাহবুবুর রহমান।

তিনি বলেন, আসলে চলমান পরিস্থিতিতে দলীয় কর্মপন্থা ঠিক করতেই এ বৈঠক আহ্বান করা হয়েছে। নির্দিষ্ট কোনো এজেন্ডা ঠিক করা নেই।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বৈঠক আহ্বান করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও যুগ্ম মহাসচিবরা অংশ নিবেন বলে জানিয়েছেন দলের চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

সর্বশেষ ৪ ফেব্রুয়ারি বিএনপির স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর আর কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি। দলীয় প্রধানের অনুপস্থিতিতে এটাই প্রথম কোনো বড় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

গত বৃহস্পতিবার রায় ঘোষণার পর পরই খালেদা জিয়ার অনুপস্থিতিতে দলীয় কার্যক্রম বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান চালাবেন বলে জানান দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

তিনি পরিবর্তন ডটকমকে বলেন, ‘তারেক রহমান দলের স্থায়ী কমিটি ও সিনিয়র ভাইস চেয়ারম্যানদের নিয়ে দলের কার্যক্রম পরিচালনা করবেন।’

এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার নির্দেশনায় দল চলবে।

এরপর ওইদিন রাতেই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো একটি বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের কথা উল্লেখ করা হয়।

সর্বশেষ শুক্রবার সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘আমাদের দলীয় গঠণতন্ত্র অনুযায়ী বিষয়টি নির্ধারণ করা আছে। সেভাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানই দায়িত্ব পালন করছেন।’

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছর এবং তারেক রহমানসহ এ মামলার বাকি আসামিদের ১০ বছর করে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার পুরনো ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসে মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন। রায়ের পরই খালেদা জিয়াকে নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে রাখা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।