শক্তিশালী নির্বাচন কমিশন (ইসি) গঠনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে প্রস্তাব দিয়েছেন, তা বিবেচনায় নিয়ে রাষ্ট্রপতি আলাপ-আলোচনার ব্যবস্থা করবেন বলে আশা করছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সাধারণ সম্পাদক ড.বদিউল আলম মজুমদার।
মঙ্গলবার বিকেলে শ্রীমঙ্গল প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক সুজন কমিটি গঠনের লক্ষ্য এক মতবিনিময় সভায় তিনি সব কথা বলেন।
সুজন সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, তিনি বিতর্কিত নির্বাচন দেখতে চান না। তাহলে বিএনপি একটা বড় দল এবং খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন সেটা গুরুত্বের সঙ্গে নেওয়া দরকার। তবে সবকিছু যে গ্রহণযোগ্য হবে তা না। তাই আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা দরকার। সমাধান যাতে আমরা জাতীয় ঐক্যমত্ত গড়ে তুলতে পারি। জাতীয় ঐক্যমত্ততা শুরু হতে পারে এই নিবাচন কমিশনের মাধ্যমে।’
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি সৈয়দ নেসার আহমদ, সুজন সদস্য ও সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নোমান সিদ্দিকী, স্কুল শিক্ষক একরামুল কবির প্রমুখ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।