বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন যুবদল আহ্বায়ক কমিটির নেতৃত্বে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত র্যালীটি কিশলয় স্কুল গেইট থেকে শুরু হয়ে মহাসড়ক পদক্ষিণ করে যাত্রী ছাউনি এলাকায় এসে শেষ হয়। ইউনিয়ন যুবদল আহ্বায়ক আনিছুর রহমানের সভাপতিত্বে র্যালীত্তোর সমাবেশ পরিচালনা করেন আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য নাছির উদ্দিন। এতে ইউনিয়ন বিএনপি সভাপতি অধ্যক্ষ এসএম মনজুর, সহ সভাপতি এম জাফর আহমদ, সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফি মেম্বার, সাংগঠনিক সম্পাদক ডা. শফিউল আলম, ইউনিয়ন যুবদল আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক মো: ইদ্রীস, সদস্য কামাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় প্রবীন বিএনপি নেতা মো: শুক্কুর মেম্বার, কাজী জাহেদ নেওয়াজ, মিজানুর রহমান, মো: ফরিদুল ইসলাম, মো: মহিদু, বাহাদুসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের প্রায় ৫ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।