২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

খুটাখালী নাইফর ঘোনায় অবৈধ মাটিকাটা পুলিশী বাঁধায় পন্ড

অবৈধভাবে প্রায় ২৬৫ একরের চিংড়ি ঘের দখল করে মাটি কেটে জবর দখলের অপচেষ্টা অবশেষে পুলিশী বাধায় পন্ড হয়েছে। গতকাল বুধবার সকালে চকরিয়া থানা পুলিশের এসআই তানভির আহমদ, সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে দখলদারদের উচ্ছেদ করে মাটি কাটা বন্ধ করে দেয়। তবে পুলিশ চলে যাওয়ার পর দখলদারেরা পুনরায় মাটি কাটা অব্যাহত রেখেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি মৌজার নাইফর ঘোনা (বড় ঘোনা) নামক এলাকায়। উচ্ছেদের পরও ফের রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন স্থানীয়রা। তারা অবৈধ ভাবে লিজ নিয়ে চিংড়ি ঘের দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।
নাইফর ঘোনার জমির মালিক স্থানীয় কামাল হোছনের পুত্র মো: রহিম উদ্দিন লিখিত চকরিয়া থানায় দায়েরকৃত এজাহারে জানা যায়, গত ২০ ডিসেম্বর ইউনিয়নের ৭ নং  ওয়ার্ডের কাঠালিয়া পাড়ার মৃত আমীর সোলতানের পুত্র ডা. আবুল বশর সহ ৬০/৭০ জন অবৈধ অস্ত্রধারী বন্ধুক, দা, কিরিচ, লোহার রড, লাটি নিয়ে অবৈধভাবে নাইফর ঘোনার প্রায় ২৬৫ একর জমিতে স্কাবাটার গাড়ি দিয়া মাটি কেটে গভির ভাবে জলাশয় সৃষ্টি করেন। বিষয়টি অপরাপর জমির মালিকদের নজরে আসলে তারা দখলদারদের বাধা দেন। এক পর্যায়ে দখলদারেরা জমির মালিকদের অশ্লিল ভাষায় গালি গালাজ করে মেরে লাশ গুম করার হুমকি দেন। যার কারণে প্রাণ ভয়ে তারা ঘের এলাকা থেকে পালিয়ে এসে চকরিয়া থানায় লিখিত এজাহার দায়ের করেন। ঘের মালিকদের অভিযোগ, দখলদারেরা সন্ত্রাসী, জবরদখলদার ও অবৈধ অস্ত্রধারী হওয়ায় তারা থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে এজাহারের পরিপ্রেক্ষিতে চকরিয়া থানা পুলিশের এসআই তানভির আহমদ, এ এসআই জুয়েল, সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল বুধবার সকালে নাইফর ঘোনা চিংড়ি ঘের থেকে অবৈধ দখলদারদের মাটি কাটা বন্ধ করে দেয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।