রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধোয়াপালং এলাকায় ‘খোরশেদ আরা হক ফোরকানিয়া মাদ্রাসা’র ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ( মহিলা আসন-৫০) মুক্তিযোদ্ধা আলহাজ্ব খোরশেদ আরা হক। ১লা মে শুক্রবার বাদ জুমা আনুষ্টানিক ভাবে এটির শুভ উদ্বোধনও ঘোষণা করেন তিনি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুনিয়াপালং ইউপি চেয়ারম্যান আবদুল মাবুদ, সাবেক চেয়ারম্যান আবদুল গণি, মাদ্রাসা প্রধান মৌলানা শেফায়েত, ইমাম কবির আহম্মদ, নওমুসলিম আবদুল হামিদ, মো. শাকিল,নবী হোছন, মাহামুদুল হক, শাহীনুল হক, আবদুল করিম, আবদু রহিম, মাষ্টার শফি আলম, মো. সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খোরশেদ আরা হকের ব্যক্তিগত জমির উপর এই ধর্মীয় প্রতিষ্টানটি গড়ে তোলায় এলাকাবাসি শোকরিয়া জ্ঞাপন করেছেন।
নারী নেত্রী ও এমপি খোরশেদ আরা হক বলেন, বর্তমান সরকার ধর্মীয় প্রতিষ্টানের প্রতি খুবই যতœশীল। তাই এ সরকারের আমলে বিভিন্ন স্থানে ধর্মীয় শিক্ষা প্রতিষ্টান গড়ে উঠতে।
ভিত্তিপ্রস্তর শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করেন, মৌলানা শেফায়েত।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।