রামু উপজেলার বৃহত্তর খুনিয়াপালং ইউনিয়ন পরিষদে গতকাল ২৬ এপ্রিল ভিজিডি’র চাল বিতরণ সম্পন্ন হয়েছে। খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মাবুদ এ চাল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন। চাল বিতরণ কালে তিনি বলেন, বর্তমান সরকার গরীব ও মেহনতী মানুষের সরকার। বর্তমান সরকারের আমলেই গরীব ও মেহনতি মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে। বর্তমান সরকার গরীবদের সহায়তায় ভিজিডি, অতিদরিদ্রের কর্মসংস্থান কর্মসূচি, প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা ভাতা, গর্ভবতীকালীন মাতৃভাতা, প্রতি দুই ঈদে ভিজিএফ প্রদান সহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। যাতে গরীব ও মেহনতি মানুষের সহায়তায় কার্যকরী ভূমিকা পালন করে থাকে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান আবু তাহের, ইউপি সদস্য যথাক্রমে নুরুল আলম নুরু, হাজী মোঃ জাকারিয়া, নজির আহমদ, ছৈয়দ আলম সুলতান, জসিম উদ্দিন, হাবিবুর রহমান, লিয়াকত আলী, আলমগীর ছোট্টু, রেহেনা আকতার, সমাজ সেবক আবদুল গফুর কোম্পানী।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।