১৬ নভেম্বর, ২০২৪ | ১ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা   ●  রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক চোরা চালানের গডফাদার ফরিদ ফের সক্রিয়   ●  কক্সবাজার সমবায় ব্যাংকের ব্যবস্থাপনা কমিটিতে কবির, আফসেল ও রাশেলকে প্রতিনিধি মনোনয়ন।

খেলাধুলা দেহ-মনকে সুস্থ রাখে-এসপি মাহফুজুল ইসলাম

বাদ্য বাজনার তালে মুখরিত স্নিগ্ধ বিকেল। সবুজ ঘাসের চাদরে চূড়ান্ত ভলিবল লড়াই। এতে উচ্ছ্বসিত খেলোয়াড় ও দর্শকেরা। সব আয়োজন চট্টগ্রাম রেঞ্জ ভলিবল টুর্নামেন্ট ঘিরে। শুক্রবার (০৩ নভেম্বর) কক্সবাজার পুলিশ লাইন মাঠে টুর্নামেন্টের ফাইনালে পুরুষ গ্রুপে মুখোমুখি হয় বান্দরবান ও রাঙামাটি জেলা পুলিশ দল। খেলার শুরু থেকে চলে হাড্ডাহাড্ডি লড়াই। প্রথম সেটের ফলাফল গড়ায় সমতায়। দ্বিতীয় সেটে আসে কাঙ্খিত সাফল্য। রুদ্ধশ্বাস ম্যাচে রাঙামাটিকে ২-১ সেটে হারিয়ে টানা দ্বিতীয় বারের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বান্দরবান।
মহিলা দলের ফাইনালও ছিল চোখ জুড়ানো। সেখানেও চ্যাম্পিয়ন বান্দরবান পুলিশের নারী দল। কক্সবাজার পুলিশের নারী দলকে তারা হারায় ২-১ সেটে।
পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম। তিনি বলেন, খেলাধুলা দেহ-মনকে সুস্থ রাখে। দূরে রাখে অপরাধ থেকে। তাই খেলাধুলার বিকল্প নেই।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)
মো. শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দীন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমানসহ অনেকেই।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।