২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক

উপহার দিলেন চকরিয়া-পেকুয়া আসনে বিপুল ভোটে বিজয়ী নৌকা

গণভবনে শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলো নবনির্বাচিত এমপি জাফর আলম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুলের নৌকা উপহার দিচ্ছেন চকরিয়া-পেকুয়া আসন থেকে নির্বাচিত এমপি জাফর আলম।

এম.জিয়াবুল হক,চকরিয়াঃ প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে গতকাল বুধবার দুপুরে গণভবনে সাক্ষাত পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। ওইসময় নবনির্বাচিত এমপি জাফর আলম ফুলে ফুলে সাজানো একটি নৌকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

সাংসদ জাফর আলম সাক্ষাতকালে প্রধানমন্ত্রীকে বলেন, গতমাসে ‘ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনী প্রচারণার সময় মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আমি বলেছিলাম, সারাদেশের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে চকরিয়া-পেকুয়া আসনে বিএনপি প্রার্থীকে পরাজিত করে ৪৫বছরের গ্লানি ভুলে এই আসনটি আপনাকে উপহার দেব। আমার সেই কথা সংগ্রামী চকরিয়া-পেকুয়াবাসি শুনেছেন। তাঁরা আপনার (শেখ হাসিনার) প্রতি আস্থা ও বিশ্বাস রেখে নৌকাকে রেকর্ডসংখ্যক ভোটের ব্যবধানে বিজয়ী করেছেন।

গণভবন থেকে বের হয়ে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ জাফর আলম বলেন, ‘আমার সারাজীবনের রাজনীতি ছিল গণমানুষের জন্য। এলাকার উন্নয়নের জন্য। আমি সেবা ও উন্নয়ন কাজের মাধ্যমে চকরিয়া-পেকুয়ার জনগনের হৃদয়ে ছিলাম। একাদশ নির্বাচনে প্রিয় চকরিয়া-পেকুয়াবাসি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রেখে নৌকাকে বিপুল ভোটে জয়ী করে মায়ার বন্ধনে আবদ্ধ করেছে। আজ ৪৫বছর পর চকরিয়া-পেকুয়াবাসির শ্রেষ্ঠ উপহার বিজয়ী নৌকা সভানেত্রীর হাতে তুলে দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে জাফর আলম এমপির সঙ্গে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক মো.নুরুল আবছার, আমিন চৌধুরী, হাসানুল ইসলাম আদর প্রমুখ।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ নির্বাচনে কক্সবাজার-১ আসনে জনগনের ভোট বিপ্লবে দুই লাখ ১৭হাজার ভোটের বিশাল ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মহাজোটের প্রার্থী আলহাজ জাফর আলম। দুই উপজেলার ১৩৯টি কেন্দ্রে জাফর আলম (নৌকা) প্রতীকে পেয়েছেন ২ লাখ ৭৩হাজার ৮৫৬ভোট। তাঁর নিকটতম বিএনপির প্রার্থী অ্যাডভোকেট হাসিনা আহমেদ (ধানের শীষ) পেয়েছেন ৫৬ হাজার ৬০১ ভোট।
স্বাধীনতা পরবর্তী ১৯৭৩ সালের নির্বাচনে এই আসনে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা ডা.সামশুদ্দিন চৌধুরী। তিনি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর। এরপর অনেকগুলো জাতীয় নির্বাচন হয়েছে। কিন্তু বারবার চেষ্ঠা করেও দীর্ঘ ৪৫বছর যাবত এ আসনে আওয়ামীলীগ আর জয়ের মুখ দেখেনি। সর্বশেষ একাদশ নির্বাচনে বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করার নবনির্বাচিত এমপি আলহাজ জাফর আলম চকরিয়া-পেকুয়া অঞ্চলে আওয়ামীলীগের মুখ উজ্জল করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।