২৫ মার্চ (শনিবার) সকাল ১০.৩০টায় গণহত্যা দিবস স্মরণে পবিত্র ধর্মীয় গ্রন্থ থেকে পাঠের মাধ্যমে উখিয়া কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল কলেজ অধ্যক্ষ ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য করেন, উপাধ্যক্ষ আবদুল হক, সহকারী অধ্যাপক অজিত কুমার দাশ, সহকারী অধ্যাপক সিরাজুল হক, সহকারী অধ্যাপক ফরিদুল আলম চৌধুরী, প্রভাষক তহিদুল আলম, প্রভাষক আলমগীর মাহমুদ, শিক্ষার্থীবৃন্দ।
উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক আহমদ ফারুক, প্রভাষক ড. গিয়াস উদ্দিন, প্রভাষক আব্দুল জলিল, প্রভাষক খোরশেদ আলম, প্রভাষক জালাল উদ্দিন, প্রভাষক নুরুল আমিন, শরীরচর্চা শিক্ষক ইকবাল মাহমুদ, প্রধান সহকারী আবদুর রহিম, হিসাবরক্ষক জিয়াউল হক, আইটি কর্মকর্তা পলাশ বড়ুয়া, কর্মচারীদের মধ্যে সাধন বড়ুয়া, শামশুল আলম, মনিন্দ্র বড়য়া, নিলু বড়ুয়া, কবির আহমদ, ছৈয়দ হামজা, নুরুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক ফরিদুল আলম চৌধুরী।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।