নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের রামুর গর্জনিয়া ইউনিয়নের জাউচপাড়া থেকে ডাকাত দলের সদস্য জালাল আহমদকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে স্থানীয় জনতার সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করা হয়। সে মাঝিরকাটা গ্রামের মো.কালুর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির সহকারি উপপরিদর্শক গোলাম মোস্তফা বলেন, জালালকে গ্রেপ্তারের সময় একটি কিরিচ ও একটি রামদা উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে রামু ও নাইক্ষ্যংছড়ি থানায় ডাকাতি-চাঁদাবাজিসহ পাঁচটি মামলা রয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।