২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

গাঁজা বিক্রি: চট্টগ্রামে ৩ জনের সাজা

চট্টগ্রামের বায়েজিদ ও চকবাজার এলাকায় গাঁজা কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে বায়েজিদ থানার স্টারশিপ পাহাড়িকা আবাসিক এলাকা থেকে হাসিনা বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়।

হাসিনা বেগমের ১৪ ও ৯ বছর বয়সী দুই ভাগ্নেকে সেখানে আটক করা হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

তাহমিলুর রহমান বলেন, অভিযানে দুই কেজি গাঁজা ও তিন হাজার টাকা উদ্ধার করা হয়।
“হাসিনাকে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই ভাগ্নেকে তিনি গাঁজার পুরিয়া তৈরির কাজে ব্যবহার করতেন। শিশু হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।”

পরে নগরীর চক সুপার মার্কেটে অভিযান চালিয়ে তৃতীয় তলায় একটি ট্রাংকের ভেতর থেকে চারশ গ্রাম গাঁজা পায় ভ্রাম‌্যমাণ আদালত। এ সময় গাঁজা বিক্রেতা জসিম ও ক্রেতা মহিনকে আটক করা হয়।

এদের মধ্যে জসিমকে ছয় মাসের এবং মহিনকে সাত দিনের কারাদণ্ড ও পাঁচশ টাকা জরিমানা করা হয় বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান জানান।

তিনি বলেন, “অভিযান চলাকালে চক সুপার মার্কেটের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি।”

উদ্ধার করা গাঁজা পরে ধ্বংস করা হয় বলে জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।