গাঙচিল ভবঘুরে প্রজাতির পাখি। ছোট গঠনের এ পাখিটি উপকূলীয় অঞ্চলের নদ-নদীতে দেখা যায়। মিষ্টি পানির চেয়ে লবণাক্ত পানিতে বিচরণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে এ পাখি। গাঙচিলের ডাক বেশ কর্কশ। চলাচলরত নৌযানকে অনুসরণ করতে দেখা যায় প্রায়ই। নৌযানের পেছন পেছন চক্কর মেরে উড়ে জলে ঝাঁপিয়ে পড়ে মাছ শিকারের উদ্দেশ্যে। মাঝে মধ্যে ‘ক্রাআ-ক্রাআ’ সুরে ডাক দেয়। এপ্রিল থেকে আগষ্ট মাসে গাঙচিলের প্রজনন ঘটে।
টেকনাফ-সেন্টমার্টিনের সাগর পথে জাহাজে আসা-যাওয়ার পথে অসংখ্য গাঙচিল পাখি পর্যটকদের সঙ্গী হয়ে উড়তে দেখা যায়। ভ্রমনপিপাসু পর্যকরা চিপস ছুড়ে মারলে পানিতে পড়ার আগেই গাংচিল ছো মারে চিপস নেয়। জাহাজের পেছন পেছন সেন্টমার্টিন থেকে আসা গাঙচিল পাখিগুলো সাধারণত টেকনাফের নিকটবর্তী আবদুল জলিলের দ্বীপ নামক স্থানে আশ্রয় নেয়।
ছবি ও কথা: আবুল বাশার নয়ন
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।