১৮ এপ্রিল, ২০২৫ | ৫ বৈশাখ, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

‘গুণীজন সম্মাননা’ পেলেন সাংবাদিক মুহম্মদ নুরুল ইসলাম

Islam News-pic
কক্সবাজার প্রবীন সাংবাদিক, লেখক, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুহম্মদ নুরুল ইসলাম ‘গুণীজন সম্মাননা’ পেয়েছেন। কক্সবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক ও স্বেচ্ছসেবী সংগঠন ‘মাষ্টার নুরুল কবির-রাশেদা খানম ফাউন্ডেশন’ তাকে এ সম্মাননা প্রদান করে।
১০ জুন বুধবার সকালে কক্সবাজার সদরের চৌফলদন্ডি নতুন মহাল প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত ২০১৫ সালের এসএসসি ও দাখিলে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় তাকে বিশেষ এ সম্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. অনুপম সাহা।
এ সময় তিনি বলেছেন, মুহম্মদ নুরুল ইসলামের মতো বহু প্রতিভাধর ব্যক্তি কক্সবাজারে বিরল। তার সংক্ষিপ্ত জীবনী শুনে আমিও অনুপ্রাণিত হলাম। বিদ্বান এ ব্যক্তির পরশে থাকলে অনেক কিছু শেখা যাবে।
এ সময় তাকে অনুসরণ করে চলা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা রহমত সালাম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার ট্যুরিষ্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদুল কবীর, কক্সবাজার সিটি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ক্যাথিং অং, রামু কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবদুল হক, ডুলাহাজারা কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দীন চৌধুরী, টেকনাফ ডিগ্রী কলেজের অধ্যাপক জয়নাল আবেদীন, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার আবু তাহের, বিজয় টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি ও দৈনিক ইনানীর মফস্বল সম্পাদক ইমাম খাইর, চৌফলদন্ডী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি হাবিব উল্লাহ প্রমুখ।
সাংবাদিক মুহম্মদ নুরুল ইসলাম বর্তমানে কক্সবাজার সাহিত্য একাডেমীর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)’র কক্সবাজার প্রতিনিধি ও কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।
বর্তমানে নিউএজ পত্রিকা ও আন্তর্জাতিক সংস্থা ‘রয়টার্স’-এ কক্সবাজার প্রতিনিধি হিসাবে কাজ করছেন মুহম্মদ নুরুল ইসলাম।
তিনি আরাকানের পথে পথে, কক্সবাজারের ইতিহাস, উখিয়ার ইতিহাস, বাংলাদেশের অর্থনীতিতে কক্সবাজারের অবদান, কক্সবাজারের বিলুপ্ত প্রায় লোকাচার, কক্সবাজারের প্রবাদ-প্রবচন, দেখে এলাম আদিগৃহ কাবা, কক্সবাজারের রাষ্ট্রভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাস কক্সবাজার জেলাসহ অন্তত ১৫টির গ্রন্থের প্রণয়ন করেন।
তার গ্রামের বাড়ী কক্সবাজার সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের লরাবাগ গ্রামে। বর্তমানে তিনি স্বপরিবারে কক্সবাজার পৌরসভায় বসবাস করছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।