কক্সবাজার সময় ডেস্কঃ চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে নিজেদের মধ্যে বড় ধরনের বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপির শীর্ষ নেতারা। শনিবার সন্ধ্যা ৬টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে একত্রে মিলিত হচ্ছেন তারা।
খালেদা জিয়ার গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে, বিএনপি মহাসচিবসহ দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি, নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্যরা বৈঠকে মিলিত হবেন।
দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলের পর এই প্রথম একসঙ্গে বৈঠকে মিলিত হচ্ছেন স্থায়ী কমিটি, নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্যরা।
জানা গেছে, খালেদা জিয়ার অনুপস্থিতিতে সার্বিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করা হবে। এতে সভাপতিত্ব করবেন দলের মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উল্লেখ্য গত বৃহস্পতিবার দুদকের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকা মহানগর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এই দণ্ডাদেশ দেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।