সংবাদ বিজ্ঞপ্তি : গোলাম মওলা চৌধুরী-জাহানারা বেগম- শরমিন ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। সম্মাননা প্রদান উপলক্ষে রোববার (২৮ জানুয়ারি) কক্সবাজার সেন্ট্রাল প্রাথমিক বিদ্যালয় ও রত্নগর্ভা রিজিয়া আহমদ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক (ডাঃ) আনিস উল মওলা। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে- ঈদগাঁও ফরিদ আহমদ কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ ওমর ফারুক, সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, ট্রাস্টের অন্যতম ট্রাস্টি আরিফ উল মওলা, আসিফ উল মওলা ও দুই বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমন্ডলী, অভিবাবকবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন রিজিয়া আহমদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহাতিল আশেকিন ও সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম নুরুন্নাহার। অনুষ্ঠানে উভয় বিদ্যালয়ের প্রত্যেক শ্রেণীর বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের এককালীন বৃত্তি প্রদাণ করা হয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।