২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

গৌরবের ৭০ উদযাপনে ২০১৪ ব্যাচের অন্য রকম আনন্দ


উখিয়ার পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের গৌরবের ৭০ উদযাপনে এসএসসি ২০১৪ ব্যাচের ছাত্র-ছাত্রীদের মাঝে অন্য রকম আনন্দ দেখা দিয়েছে। বলতে গেলে ওই ব্যাচের ৭৪ জন শিক্ষার্থী একই রকম টি শার্ট পরে আনন্দ উৎসবে মেতে উঠেন। সামনের সারিতে বসা এই সব শিক্ষার্থীদের মাঝে অন্য রকম আনন্দ দেখা দেয়।
শুরু থেকে শেষ পর্যন্ত একতা বন্ধ ছিল এই শিক্ষার্থীরা।

অনুষ্টানের প্রধান অতিথি সাংসদ আবদুর রহমান বদি ওই ব্যাচের শিক্ষার্থী মারুফ খান খোকার টি শার্টে অটোগ্রাফ করেছেন। তার ছবিটি সাংসদ বদির ফেইসবুকে পোস্ট করেছেন তিনি। এতে মহাখুশি ছাত্রলীগ নেতা খোকা।


ওই ব্যাচের শিক্ষার্থী মারুফ খান খোকা জানান, তাদের ব্যাচের ৭৪ জন শিক্ষার্থী গৌরবের ৭০ এ অংশ নেয়। দীর্ঘদিন পর সবাই একত্রে হতে পেরে খুবই আনন্দিত এবং আনন্দ করেছেন।
তিনি এই রকম অনুষ্টান আয়োজন করায় ২০১৪ সালের এসএসসি ব্যাচের পক্ষ থেকে আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রসঙ্গতঃ শনিবার ১৮ মার্চ দিন ব্যাপী পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে গৌরবের ৭০ উদযাপিত হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।