ঐহিত্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের গৌরবের ৭০ উদযাপন আজ। ১৮ মার্চ শনিবার ঐহিত্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের ৭০ বছর পূর্তিতে প্রাক্তন শিক্ষার্থীদের পূনর্মিলনীর উদ্যোগ নেয়া হয়।
অনুষ্ঠান সুচির মধ্যে রয়েছে, সকাল সাড়ে ৮টায় প্রতিষ্ঠাতা মৌলভী হোসাইন আলী মাতবরের কবর জেয়ারত ও কোরআনখানী, সাড়ে ৯টায় কোটবাজার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা, ১০ টা ১মিনিটে সভাপতি ও অতিথিগণের আসন গ্রহণ। ১০ টা ১০মিনিটে পবিত্র ধর্মগ্রন্থ’ পাঠ, ১০টা ২৫ মিনিটে জাতীয় সংগীত পরিবেশন, সাড়ে ১০টায় অতিথি বরণ, ১০টা ৩৫ মিনিটে স্যুভেনির’র মোড়ক উন্মোচন, ১০টা ৪০ মিনিটে স্বাগত ভাষন, ১০টা ৪৫মিনিটে শোক প্রস্তাব, ১০টা ৫০ মিনিটে ঘোষনাপত্র পাঠ, ১০টা ৫৫মিনিটে স্মৃতিচারণ, সাড়ে ১১টায় অতিথি ভাষন, বেলা ১টায় সভাপতির ভাষন, ১টা ১০ মিনিটে মধ্যাহ্নভোজ, বেলা ২টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ৬টায় র্যাফেল ড্র ও সাড়ে টায় সমাপ্তি হবে পুরোদিনের কর্মসূচী। আয়োজক সুত্রে জানা গেছে, ইতিমধ্যে অনুষ্ঠানের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এতে সাংসদ সহ বিশিষ্ট জনরা উপস্থিত থাকার কথা রয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।