‘গ্রাম গঞ্জ টাউন সব “লকডাউন”
–শের আলী পিপিএম
রাজধানী ঢাকা আর মুদ্রা হল টাকা
রাজপথ আর পকেট দু’টোই ফাঁকা।
সামাজিক দূরত্ব বেড়ে গেছে গুরুত্ব
মানবিক কাজে প্রমাণ কর মনুষ্যত্ব।
বন্ধ চট্টগ্রাম,বন্ধ মক্কা মদীনা হেরাম
তবু লকডাউন মানছে না গাঁ-গেরাম!
সতর্কতা-সচেতনতা সৃষ্টিতে সরকার
আরো কঠিন-কঠোর হওয়া দরকার।
দেশে এল মহামারি ভাইরাস করোনা
বিনা দাফন কাফনের মতো মরোনা।
সপ্তাহ দুয়েক কোয়ারেন্টাইনে থাকো
নিজের ঘরে বসে আল্লাহকে ডাকো।
বিবাহ সাদী আর সামাজিক অনুষ্ঠান
বন্ধ হয়ে গেছে সকল শিক্ষাপ্রতিষ্ঠান।
প্রত্যেক পাড়া মহল্লা গ্রাম গঞ্জ টাউন
খুবই গুরুপূর্ণ সবার জন্য লকডাউন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।