৩ এপ্রিল, ২০২৫ | ২০ চৈত্র, ১৪৩১ | ৪ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত   ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ   ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!

ঘরে বসেই জানা যাবে করোনা পরীক্ষার ফল

চট্টগ্রামে এখন থেকে ঘরে বসেই করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ফল জানা যাবে। এ সম্পর্কিত নতুন একটি ওয়েবসাইটে প্রবেশ করে নমুনা প্রদানের সময় যে মোবাইল নম্বর দেওয়া হয়েছিল, ওই নম্বর দিয়ে করোনা পরীক্ষার ফল সহজেই জানা যাবে। একই সঙ্গে ওয়েব সাইটটিতে করোনা পজিটিভ বা নেগেটিভ ফলাফল প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী করণীয় সম্পর্কে একটি নির্দেশনা প্রদর্শিত হবে।

আজ রবিবার বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে নতুন এ ওয়েব সাইটটি চালু করা হয়েছে। এটি উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী। প্রতিদিন কভিড-১৯ পরীক্ষাগারগুলো (ল্যাব) থেকে প্রাপ্ত নমুনা পরীক্ষার ফল এ ওয়েব সাইটে আপলোড করা হবে। এ লক্ষ্যে ১৫ সদস্যের একটি স্বেচ্ছাসেবী দল কাজ করছে বলে জানা গেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, সর্বস্তরের জনসাধারণকে এ ওয়েব সাইট ব্যবহারের মাধ্যমে কভিড-১৯ নমুনা পরীক্ষার ফল জেনে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। এ ওয়েব সাইটে প্রবেশ করে প্রদত্ত মোবাইল নম্বর ব্যবহার করে নমুনার ফল জানা যাবে। মানুষের সুবিধার জন্য ওয়েবসাইটটি চালু করা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ূয়া বলেন, প্রতিদিন আমাদের নিয়ন্ত্রণ কক্ষে কয়েক’শ ফোন আসে। সকলে জানতে চান নিজেদের নমুনা পরীক্ষার ফল। গত কিছুদিন ধরে আগের চেয়ে ফোন কল অনেক বেশি আসছে। আবার অনেকেই সরাসরি নিয়ন্ত্রণ কক্ষেও ফল জানতে চলে আসছেন। তাই এ ওয়েব সাইটটি চালুর মধ্যে দিয়ে মানুষ এখন থেকে ঘরে বসেই সহজেই নমুনা পরীক্ষার ফল জানতে পারবেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।