বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম বিজিবির উদ্যোগে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ই নভেম্বর মঙ্গলবার বিকালে ঘুমধুম উচ্চ বিদ্যালয় কনফারেন্স রুমে ৩৪ বিজিবি’র তত্ত্বাবধানে ঘুমধুম বিওপি’র ব্যবস্থাপনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সীমান্ত এলাকায় মিয়ানমার নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ এবং শরণার্থীদের অবৈধ প্রত্যাগমন প্রচেষ্টা প্রতিহতকরণসহ তাদের আশ্রয়-প্রশয়দান রোধ, মাদক-অস্ত্র-পণ্য চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ প্রভৃতি বিষয়ের উপর গুরুত্বারোপ করা হক।
সভায় জমির উদ্দিনের কোরঅান তিলাওয়াত ও প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভাপতিত্ব করেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এম শাজেদ উল্লাহ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘুমধুম বিওপি কমন্ডার অাব্দুল জলিল। বিশেষ অতিথি ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য অাব্দুল করিম,ঘুমধুম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহেদ অালম, সদস্য এম শাহ কামাল, মাও: নুরুল অামিন, অানসার কমন্ডার অাব্দুর রহমান, ছাত্রনেতা সোহেল রানা, শাহ জালাল, ইউচুপ, রাহাতসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন । সভায় বক্তারা বলেন সীমান্তে চোরাচালান,মাদক ব্যাবসা,রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে বিজিবির জোয়ানগন নিরলস কাজ করে যাচ্ছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।