২ এপ্রিল, ২০২৫ | ১৯ চৈত্র, ১৪৩১ | ৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত   ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ   ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!

ঘোষনা পত্র; এস.এ ব্রিকফিল্ড

বিজ্ঞপ্তি;

এই মর্মে ঘোষনা করিতেছি যে, রামু উপজেলার খুনিয়াপালংস্থ মেসার্স এম.আর.সি ব্রিক্স এর খরিদ সূত্রে মালিক এস.এ এন্টারপ্রাইজ, কলঘর, চাকমারকুল, রামু এর পক্ষে আহমদ কামাল পিতা আবদুল আলীম এবং শামসুদ্দিন পিতা মৃত মৌ: শফিক আহমদ হইতে গত ১৫/০১/২০২৪ ইং তারিখের ৯৯(বি) নম্বর নোটারীযুক্ত ৫০/% শেয়ার বিক্রয় রশিদ মূলে আমি জনাব মোহাম্মদ ছলিম পিতা মৌ: ছালেহ আহমদ, মাতা-মোস্তফা খাতুন, সাং-জে.এস ভবন, হোল্ডিং নং-৭৯৫, দক্ষিণ তারাবনিয়ারছড়া, ৭নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা/জেলা-কক্সবাজার খরিদ করিয়াছে। মেসার্স এম.আর,সি ব্রিক্স এর মূল মালিক জনাব শাহ আলম শানু হইতে গত ২৬/০৫/২০১৯ইং তারিখে ৭০২ নং নোটারীযুক্ত বিক্রয় রশিদ মূলে খরিদ মালিক মোহাম্মদ জামাল উদ্দিন। তাহার নিকট হইতে গত ১০/৪/২০২২ ইং তারিখের ৬৪৫(বি) নম্বর নোটারীযুক্ত বিক্রয় রশিদ মূলে খরিদ মালিক আহমদ কামাল ২৫% শামসুদ্দিন ২৫% এবং আমি মোহাম্মদ ছলিম ৫০% মোট ১০০% এর খরিদা মালিক। কিন্তু আমি উপস্থিত না থাকায় আমার অংশসহ উল্লেখিত ২ জনের নামে বিক্রয় রশিদ সম্পাদিত হয়। বর্তমানে আমি নিজে উপস্থিত থাকিয়া ব্রিকফিল্ড পরিচালনা করায় তাহারা আমার অংশের ৫০% এর মালিকানা আমার বরাবরে ৯৯(বি) নম্বর নোটারী সম্পাদন করিয়া দিয়াছেন।
ইহা সকলের অবগতির জন্য ঘোষনা করা হইল।

মোহাম্মদ ছলিম
মোবা: ০১৭৭৭৪০২৬০৫

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।