২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চকরিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে ‘হাঁসের ঘর’ তুলে দিলেন এমপি জাফর আলম

বার্তা পরিবেশক :

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পৌরসভা ও হারবাং ইউনিয়নের ৬০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির পরিবারের কাছে হস্তান্তর করেছেন ‘হাঁসের ঘর’। সমতল ভূমিতে বসবাসরত পরিবারগুলো এসব ঘরে হাস-মুরগী পালন করে যাতে আর্থ সামাজিক উন্নয়নসহ জীবন-মানের উন্নয়ন ঘটাতে পারে।
রবিবার (২৮ মে) সকালে চকরিয়া উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তার কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব ঘর পরিবারগুলোর মাঝে হস্তান্তর করেন এমপি জাফর আলম। 
এ সময় উপকারভোগী ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. আরিফ উদ্দিন, হারবাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহরাজ উদ্দিন মিরাজ প্রমূখ।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. আরিফ উদ্দিন জানান- সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১১২ পরিবারকে ঘর প্রদান করা হচ্ছে। প্রথমদফায় এই হাঁসের ঘর বিতরণ করা হয়েছে ৬০টি পরিবারকে। তন্মধ্যে উপজেলার হারবাং ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায়ের রাখাইন পাড়ার ৪৫টি এবং পৌরসভার মগবাজারের রাখাইন পাড়ার ১৫টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এসব ঘর। 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।