২৪ এপ্রিল, ২০২৫ | ১১ বৈশাখ, ১৪৩২ | ২৫ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

চকরিয়ায় গাড়ি চলাচলে চাঁদা আদায়ের জেরে শ্রমিকদের ওপর হামলা-সংর্ঘষ সড়ক অবরোধ


চকরিয়ায় মহাসড়কে গাড়ি চলাচলে চাঁদা আদায়ের ঘটনার জেরে হামলা ও সংঘর্ষে অন্তত ১৫জন শ্রমিক আহত হয়েছে। গতকাল শুক্রবার সাড়ে ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ডুলাহাজারা বাজারে ঘটেছে এ সংঘর্ষের ঘটনা।
এদিকে হামলার প্রতিবাদে বেলা ১১টার দিকে বিক্ষুদ্ধ পরিবহন শ্রমিকরা মহাসড়কের চকরিয়া পৌর বাসটার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করলে প্রায় তিনঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে দুর্ভোগের শিকার হন কক্সবাজার ও চট্টগ্রামী যাত্রীরা।
বিক্ষুদ্ধ শ্রমিকরা দাবি করেছেন, চকরিয়া উপজেলার ডুলাহাজারা বাজারে শ্রমিক কল্যান ও মালিক সমিতির নাম ভাঙ্গিয়ে একটি চক্র গাড়ি চলাচলে চালকদের জিন্মি করে চাঁদা আদায় করে আসছিলেন। শুক্রবার সকালে শ্রমিকদের অভিযোগের প্রেক্ষিতে কয়েকজন শ্রমিক নেতা বিষয়টি জানতে পেরে ডুলাহাজারা বাজারে গেলে চাঁদা আদায়ে জড়িতরা উল্টো শ্রমিক নেতাদের ওপর হামলার চেষ্টা করে।
এ সময় হামলাকারীদের মারধরে অন্তত ১৫জন শ্রমিক আহত হন। তাঁরা হলেন মো. ইয়াছিন (১৯), সাকিবুল ইসলাম (২৮), মো. আনোয়ার (২২), বশির আহমদ (২৬), নজিবুল ইসলাম (৫৫), হেলাল উদ্দিন (৩২), মো. পুতু (৩৫), কামাল উদ্দিন (৩৮), জামাল হোসেন (২১), জিয়াবুল হক (২৪) ও গিয়াস উদ্দিন (৩২)। আহত এসব শ্রমিককে চকরিয়া উপজেলা হাসপাতাল এবং স্থানীয় প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। অন্য আহতের নাম পরিচয় তাৎক্ষনিক সনাক্ত করা যায়নি।
চকরিয়া থানার ওসি তদন্ত মো.কামরুল আজম বলেন, তুচ্ছ ঘটনার জেরে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। তবে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষের সাথে কথা বলে বিষয়টি সমাধান করা হয়েছে। এরপর শ্রমিকরা অবরোধ তুলে নেন। #

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।