কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী নৌ-পুলিশের অভিযানে ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বুধবার সকাল ১১ টার সময় বদরখালী-মহেশখালী নৌ-চ্যানেল এলাকা থেকে বদরখালী নৌ-পুলিশের এ.এস আই ইদ্রিস আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ করতে সক্ষম হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কারেন্ট জাল ব্যবহারকারীরা পালিয়ে যায়।
এ ব্যাপারে সত্যতা স্বীকার করেছেন বদরখালী নৌ-পুলিশের এ.এস আই ইসমাইল। উল্লে-খ্য সম্প্রতি বদরখালী নৌ-পুলিশের দুঃসাহসিক এস আই ইসমাইল ও এ.এস আই ইদ্রিস আলী নেতৃত্বে পুলিশের একটি টিম উপকূলীয় মৌজার একটি চিংড়ি ঘেরের খামার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ ৩ জনকে ধৃত করে। ###
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।