১২ মার্চ, ২০২৫ | ২৭ ফাল্গুন, ১৪৩১ | ১১ রমজান, ১৪৪৬


শিরোনাম
  ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ   ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!   ●  কক্সবাজার জেলা প্রশাসনে ‘হাসিনার ভূত’ .নৈশভোটের মাস্টারমাইন্ড ইয়ামিন বহাল তবিয়তে   ●  কক্সবাজার সদর হাসপাতালে যোগদান করলেন ডা. আরিফা মেহের রুমী   ●     ●  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত হোমিওপ্যাথিক চিকিৎসক দল   ●  চকরিয়ায় দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে আটক

চকরিয়ায় রাজপথে স্বৈরচার বিরোধী আন্দোলনের সৈনিক সাবেক ছাত্র নেতা নিপু বড়–য়া’র শেষকৃত্য অনুষ্টান পালিত

chakaria-picture-1-03-11-16
চকরিয়ায় স্বৈরচার বিরোধী আন্দোলনের রাজপথে সামনে থেকে নেতৃত্ব দেয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশের সাহসী সৈনিক চকরিয়া উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা নিপু বড়–য়া (৪২) বুধবার রাত দশটায় চমেক হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন। মঙ্গলবার রাতে হঠাৎ নিপু বড়–য়ার বুকে ব্যথা অনুভব করলে তার স্বজনরা প্রথমে চকরিয়া ইউনিক হাসপাতাল পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাজপথের জনপ্রিয় এ ছাত্রনেতা নিপু বড়–য়া চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ড চিরিঙ্গা হিন্দুপাড়ার মৃতু সুবাস বড়–য়ার ছেলে। তার পৈতৃক বাড়ি উপজেলার হারবাং ইউনিয়নের নোনাছড়ি বড়–য়াপাড়া গ্রামে। এদিকে তার অকাল মৃত্যুতে কক্সবাজার জেলা ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগ এবং সহযোগি সংগঠনের দলের নেতৃবৃন্দরা গভীরভাবে শোক ও সমবেদনা জানিয়েছেন।
এদিকে বৃহস্পতিবার সকালে উপজেলার হারবাং ইউনিয়নের নোনাছড়ি বড়–য়াপাড়া গ্রামের বাড়িতে নিপু বড়–য়ার শেষকৃত্য অনুষ্টান পালিত হয়েছে। পরিবার সদস্যদের পাশাপাশি অনুষ্টানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের বাণিজ্য সম্পাদক খালেদ মোহাম্মদ মিথুন, জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, নিপু বড়–য়ার অন্যতম সহযোদ্ধা চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ক্রীড়া সংগঠক শ্রমিক নেতা ফজলুল করিম সাঈদী, অন্যতম সহযোদ্ধা চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মো.ওয়ালিদ মিল্টন, জেলা ফুটবল ফেডারেশনের সদস্য আওয়ামীলীগ নেতা এসএম আলমগীর হোছাইন, আওয়ামীলীগ নেতা পরিমল বড়–য়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সেলিম সিকদার লিটন, চকরিয়া পৌরসভা কৃষকলীগের সভাপতি সুলাল কান্তি সুশীল, আওয়ামীলীগ নেতা মিফতাব উদ্দিন চৌধুরী, আমির হোসেন আমু, বাবুল বড়–য়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেফায়েত সিকদার, সাবেক ছাত্রলীগ নেতা ফরিদুল ইসলাম রাসেল, আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবির প্রমুখ নেতৃবৃন্দ। #

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।