চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম বলেছেন, রামপুর সমিতির ১০ হাজার সভ্য-পোষ্যের অধিকার এবং ভাগ্য নিয়ে অনেকে বছরের পর বছর ছিনিমিনি খেলেছে। তাদেরকে নিজেদের স্বর্ত ও অধিকার থেকে দখলচ্যুত করে বহিরাগত রাঘব-বোয়ালরা অনেক ফাঁয়দা লুটেছে। অতীতে এসব রাঘব-বোয়ালরা প্রশাসনের সহযোগিতায় নামে-বেনামে চিংড়ি জমি ইজারা নিয়ে চকরিয়া থেকে হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তিনি বলেন, এখন সেই সময় আর নেই। চকরিয়ায় যোগ্য নেতৃত্ব ছিলনা বলেই তাঁরা এসব করতে পেরেছে। মনে রাখতে হবে রামপুর সমিতির সভ্য-পোষ্যরা আর দখলচ্যুত হবেনা। তাদের অধিকার ও ভাগ্য নিয়ে কাউকে আর কারসাজি করতে দেবেনা। এক বিন্দু রক্ত শরীরে থাকা পর্যন্ত অধিকার রক্ষায় তাঁরা সামনে থাকবে। শুক্রবার দুপুরে উপজেলার রামপুর সমবায় কৃষি উপনিবেশ সমিতির তৃতীয় বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমিতির সভাপতি আবু জাফরের সভাপতিত্বে ও সদস্য হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্টিত সাধারণ সভায় বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, চকরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা এম এ মান্নান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির। সমিতির সদস্য মো.আতিক উল্লাহ’র কোরান তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া সাধারণ সভায় আরো বক্তব্য রাখেন সমিতির সদস্য বদিউল আলম, মোহাম্মদ শাহজাহান, জয়নাল উদ্দিন, সাইফুল ইসলাম, সালাহউদ্দিন, প্রদীপ কুমার শীল, মোহাম্মদ ইয়াছিন, বাবুল সিকদার, সিফা আকতার, মিনা আকতার, লিপিকা শীল প্রমুখ।
সমিতির সম্পাদক শহিদুল ইসলাম বলেন, ‘এরশাদ সরকারের আমলে ভিন্ন জেলার মানুষকে রামপুর চিংড়িজোন লিজ দেয়। ওই সময় সমিতির অনেক সদস্য উচ্ছেদ হয়ে যান। বিভিন্নজনকে মামলায় জড়িয়ে দেন। আবার ১৯৯১ সালের ঘুর্ণিঝড়ে অনেক সদস্য মারা গেছেন, অনেকে নিখোঁজ হয়েছেন। অনেকে জন্মভিটা থেকে উচ্ছেদ হয়ে বিভিন্ন উপজেলা-জেলায় চলে গেছেন। তাঁদের একত্রিত করে আমরা সমিতি পুনরুজ্জীবিত করেছি। যারা মারা গেছেন তাঁদের ওয়ারিশদের অর্ন্তভুক্ত করেছি।’
পরে সমিতির সাধারণ সভায় সম্পাদক শহিদুল ইসলাম লিটন পাঠ করে শুনালে সদস্যদের সবার সম্মতিক্রমে বিগত বছরের অডিট ও হিসাব নিরীক্ষা প্রতিবেদন অনুমোদিত হয় এবং নতুন অর্থবছরের বাজেট পেশ করা হয়। অনুষ্টিত সাধারণ সভায় উপস্থিত হন সমিতির ৯২৫জন নারী-পুরুষ সভ্য ও পোষ্য। সভার শুরুতে সমিতির মারা যাওয়া সদস্যদের সম্মানে দাঁিড়য়ে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত সকলে। #
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।