দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) চকরিয়ার উদ্যোগে সমমনা বেসরকারি উন্নয়ন সংগঠনের (এনজিও) প্রতিনিধিদের অংশগ্রহণে নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ভরামুহুরীস্থ সনাক-টিআইবি’র কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সনাক সভাপতি আলহাজ্ব ফরিদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় টিআইবি-সনাকের বিবেক প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন এরিয়া ম্যানেজার মোঃ জসিম উদ্দিন। সমমনা এনজিওদের মধ্যে কার্যক্রমে সমন্বয় বাড়ানো, যৌথ উদ্যোগে কার্যক্রম পরিচালনা এবং নেটওয়ার্কের মাধ্যমে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও গতিশীল করার উদ্দেশ্যে এ সভার আয়োজন করা হয়। সভায় ইলমা, ক্রেল প্রকল্প, কর্মনীড়, দুপ্রকসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান সনাক-টিআইবি’র সাথে বিভিন্ন কার্যক্রমে যৌথভাবে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন। এ ছাড়াও অংশগ্রহণকারিরা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সেবার মান বাড়াতে সনাক-টিআইবিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। এছাড়াও হাসপার্তাল কর্তৃপক্ষের সাথে সেবা গ্রহীতাদের মুখোমুখি অনুষ্ঠানের ফলোআপ কর্মসূচি করার জন্য সনাককে অনুরোধ জানানো হয়। সভায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস সকলের অংশগ্রহণে ব্যাপক আয়োজনের মাধ্যমে পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সনাক সদস্য মোহাব্বত চৌধুরী, উপজেলা এনজিও সমন্বয়ক ও এএসসি’র প্রধান নির্বাহী মোহাম্মদ নোমান, আইসিডিডিআরবি’র শহীদুল হক, কর্মনীড়ের নির্বাহী পরিচালক শাহানা বেগম, ইলমা’র তরুণ আলো প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ সাহাব উদ্দিন, ব্র্যাকের সিনিয়র উপজেলা ম্যানেজার মোঃ মমতাজ উদ্দিন চৌধুরী, ক্রেল এর আবদুল কাইয়ুম, নিরাপদ সড়ক চাই এর সোহেল মাহমুদ, প্রত্যাশীর ম্যানেজার মোঃ সেলিম উল্লাহ, কোস্ট ট্রাস্ট এর ম্যানেজার মোঃ হানিফ, পিএইচডির আব্দুস ছামাদ, একলাবের আসাদুজ্জামান, বাস্তবের মোঃ জসিম উদ্দিন, কারিতাসের মোঃ মহি উদ্দিন, ব্যুরো বাংলাদেশের মোঃ রহমাতুল্লাহ, মালুমঘাট চাইল্ড স্পনশরসীপ প্রোগ্রামের টিটু মল্লিক, স্বজন সমন্বয়ক এমএমএইচ ইয়াসির আরাফাত চৌধুরী এবং ইয়েস দলনেতা মোঃ মিজানুর রহমান প্রমূখ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।