২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চকরিয়ায় ২টি অস্ত্র কারখানার সন্ধান : বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদসহ আটক ৬

picsart_12-04-05-50-17কক্সবাজারের চকরিয়ার চিংড়ি জোন এলাকায় ২ টি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। ওই কারখানা থেকে বিপুল পরিমান অস্ত্র, গোলাবারুদ এবং অস্ত্র তৈরির সরঞ্জাম সহ ৬ জনকে আটক করা হয়েছে।

কক্সবাজারের চকরিয়া উপজেলার চিংড়িজোন চিরিঙ্গা ইউনিয়নের চরণদ্বীপ একানব্বই একর পাড়া ও চারালিয়া বেড়িবাঁধের গোড়া এলাকায় দুটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রবিবার ভোররাতে বিপুল সংখ্যক র‌্যাব সদস্য ঝটিকা অভিযান চালায়। এ সময় অস্ত্র তৈরির কারখানা দুটি থেকে উদ্ধার করা হয় ২০টিরও অধিক দেশিয় তৈরি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ। কারখানা দুটি থেকে আটক করা হয় ৬ জন সন্ত্রাসীকে। তন্মধ্যে অস্ত্র তৈরির কারিগরও রয়েছে বলে র‌্যাব সূত্র জানায়। এ ব্যাপারে বিকেলে কক্সবাজারস্থ র‌্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলেও র‌্যাব জানায়।

আটককৃত ৬ জনের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমণি লালব্রিজ এলাকার নুরে আলম (৩৪), ফাঁসিয়াখালী ইউনিয়নের ডাকাত নুরুল্লাহ ওরফে নুরু মিয়া (৩৭) ও চিরিঙ্গা ইউনিয়নের চরণদ্বীপস্থ ভেওলা পাড়ার আবদুল মান্নান (৩৫)।

র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের ইনর্চাজ মেজর মোহাম্মদ হাসান তারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর রাত থেকে সকাল ১১ পর্যন্ত চকরিয়ার চিরিংগা ইউনিয়নের চিংড়ি জোন খ্যাত চরনদ্বীপ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ২ টি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে বিপুল পরিমান অস্ত্র, গোলাবারুদ এবং অস্ত্র তৈরির সরঞ্জামসহ ৬ জনকে আটক করে করতে সক্ষম হয় র‌্যাব-৭।

র‌্যাব সূত্র জানায়, চকরিয়া উপজেলার চিংড়িজোন চিরিঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরণদ্বীপ এলাকায় চিংড়িঘেরের কাছে অস্ত্র তৈরির কারখানা দুটির সন্ধান পায়। সেখানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুদ রয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাব অভিযান চালায়।

অভিযানে নেতৃত্বে দেন র‌্যাব-৭ চট্টগ্রামের নিয়ন্ত্রণাধীন কক্সবাজারস্থ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মো. শরাফত ইসলাম ও চট্টগ্রামের পতেঙ্গাস্থ র‌্যাবের এএসপি শাহেদা আক্তারের নেতৃত্বে বিপুল সংখ্যক র‌্যাব সদস্য। এ সময় কারখানা থেকে উদ্ধার করা হয় দেশীয় তৈরি বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। আটক করা হয় ৬ জনকে।

অভিযানে নেতৃত্ব দেওয়া র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানী কমান্ডার মো. শরাফত ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে দুটি অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালানো হয়। এ সময় উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের পরিমাণ ২০টির অধিক হবে। এছাড়া বিপুল পরিমাণ গোলাবারুদসহ ৬ জন সন্ত্রাসীকে আটক করি। তন্মধ্যে অস্ত্র তৈরির কারিগরও রয়েছে। তবে এই মুহূর্তে আটককৃতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে পরে।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।