কক্সবাজারের চকরিয়ার উপকূলীয় এলাকার শীর্ষ মাদক স¤্রাট, ডাকাতিসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামী জিয়াবুল করিম (৩৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ১০নভেম্বর (বৃহস্পতিবার) ভোর রাত ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বদরখালী পুলিশ ফাড়ি অভিযান চালিয়ে মাদক স¤্রাট জিয়াবুলকে আটক করেছে।ধৃত জিয়াবুল উপজেলার বদরখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাজারপাড়া এলাকার মাহাবুবুল হকের পুত্র।
চকরিয়া থানাধীন বদরখালী পুলিশ ফাঁড়ির (উপপরিদর্শক) মাহাবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বদরখালীর ইউনিয়নের মাদক সম্রাট জিয়াবুলকে গ্রেপ্তার করি। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, অস্ত্র ও ডাকাতিসহ আদালত এবং থানায় একাধিক মামলা রয়েছে। তন্মধ্যে ২টি মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
চকরিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান বলেন, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী জিয়াবুলকে অস্ত্র ও ডাকাতি মামলায় গতকাল দুপুরে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।##
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।