২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চকরিয়া কোনাখালী দৃষ্টি উন্নয়ন সংস্থা’র ভিডিএস মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা

কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী দৃষ্টি উন্নয়ন সংস্থা কর্তৃক পরিচালিত ভিশন ডেভেলপমেন্ট সোসাইটি (ভিডিএস) মেধাবৃত্তি পরীক্ষা-২০১৬ এর ফলাফল ঘোষণা করা হয়েছে। কোনাখালী দৃষ্টি উন্নয়ন সংস্থা’র চেয়ারম্যান মো: আবু বক্কর ও ব্যবস্থাপনা পরিচালক আক্তার হোসেন কর্তৃক শনিবার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিন্মোক্ত ফলাফল প্রকাশ করা হয়।

১ম শ্রেণী: গোল্ডেন এ প্লাস নাই, এ প্লাস ১৩৮, ১৫৩, ১৫৫, এ গ্রেড ১১০, ১২৮, ১১৮, ১১৯, ১২৯, ১৩৬, ১৩৭, ১৩৯, ১৪০, ১৪২, ১১৩, ১১২, ১১০, ১৫০, ১৫১, ১৫৪, ১৬০, জি গ্রেড ১১৬, ১১৭, ১২৬, ১৩৫, ১৪৩, ১১১, ১০২, ১০৫, ,১০৮, ১০৯, ১৩২, ১৪৫, ১৪৯, ১৭৩, ১৭৬, ১২৪, ১৭৮, ১৬৪, ১৬৭, ১৭১, ১৭২।

২য় শ্রেণী: গোল্ডেন এ প্লাস নাই, এপ্ল ২৪৪,২৭৫, এ গ্রেড ২০৭, ২০৮, ২১০, ২১১, ২১২, ২২২, ২২৬, ২২৮, ২৩০, ২৩১, ২৩২, ২৩৬, ২৩৮, ২৪৫, ২৪৬, ২৪৭, ২৬২, ২৭৮, ২৭৯, ২৮১, ২৮৪। জি গ্রেড ২০৫, ২১৪, ২১৫, ২১৬, ২২০, ২২৫, ২৩৭, ২৪৮, ২৫০, ২৫১, ২৬৩, ২৬৪, ২৬৬, ২৬৯, ২৭০, ২৮২,২৯৫, ২৯৬।

৩য় শ্রেণী: গোল্ডেন এ প্লাস নাই, এ প্লাস ৩২৩, ৩৩২, ৩/১০৪, ৩৬১, এ গ্রেড ৩০৮, ৩১০, ৩১১, ৩২০, ৩২৪, ৩৭০, ৩৮২, ৩৯৯, ৩/১০১, ৩/১০০, ৩৯৮, জি গ্রেড ৩০১, ৩৭৩, ৩১২, ৩১৫, ৩১৬, ৩১৭, ৩১৮, ৩২১, ৩২২, ৩৩১, ৩৩৭, ৩৩৮, ৩৪২, ৩৪৬, ৩৪৮, ৩৫০, ৩৫২, ৩৫৭, ৩৬০, ৩৬২, ৩৬৩, ৩৬৫, ৩৬৬, ৩৬৭, ৩৭৩, ৩৭৫,৩৭৬, ৩৭৮, ৩৮০, ৩৮৪, ৩৯৫।

৪র্থ শ্রেণী: গোল্ডেন এ প্লাস নাই, এ প্লাস ৪২০, ৪২১, ৪২৭, ৪৭৭, এ গ্রেড ৪১১, ৪১৪, ৪১৭, ৪৩০, ৪৩১, ৪৩২, ৪৮০, জি গ্রেড ৪০১, ৪০৭, ৪১৩, ৪২২, ৪২৩, ৪২৪, ৪২৫, ৪২৮, ৪৩৪, ৩৪৭, ৪৪৩, ৪৪৮, ৪৪৪, ৪৪৬, ৪৫০, ৪৫১, ৪৫৬, ৪৫৭, ৪৫৮, ৪৬১, ৪৬৩, ৪৬৫, ৪৬৬, ৪৭০, ৪৭৮, ৪৮১, ৪৮৫।

৫ম শ্রেণী: গোল্ডেন এ প্লাস নাই, এ প্লাস ৫১৩, ৫২৫, এ গ্রেড ৫০৫, ৫০৮, ৫১৪, ৫৬৫, ৫৬৬, ৫৪১, ৫৪৫, ৫৪৬, ৫২৮, ৫৫৪, ৫৫৯, জি গ্রেড ৫০৩, ৫০৪, ৫০৯, ৫১১, ৫১৫, ৫১৬, ৫১৮, ৫১৯, ৫২০, ৫৬৩,৫৩৬, ৫৩৮, ৫৪০,৫৪৩,৫২৪, ৫৩১, ৫৩২, ৫৩৩, ৫৩৪,৫৪৯,৫৫৬, ৫৬১,৫৬৮, ৫৬৯, ৫৭০, ৫৭৪, ৫৫২।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক সিকদার, কোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম। তারা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও মনোরম পরিবেশে পরীক্ষার আয়োজন দেখে সন্তোষ প্রকাশ করেন এবং এর ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আহবান জানান। মেধাবৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন মাস্টার এরফানুল কবির, কেন্দ্র সচিব ছিলেন মাস্টার আনোয়ার হোসেন, সহকারী কেন্দ্র সচিব মাস্টার জাহাঙ্গীর আলম। বিগত ২০১৫সাল হতে চকরিয়া কোনাখালী দৃষ্টি উন্নয়ন সংস্থা কর্তৃক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। এছাড়াও এলাকার প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারে সহায়তা, বাৎসরিক ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প।

বৃত্তি পরীক্ষায় চকরিয়া ও পেকুয়া উপজেলার ২৮টি শিক্ষা প্রতিষ্ঠান হতে ১ম শ্রেণি হতে ৫ম শ্রেণি পযর্ন্ত মোট ৪৫০জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করেন। গত ১১নভেম্বর’১৬ইং সকাল ১০টায় জঙ্গলকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ১৪ডিসেম্বর কোনাখালী বটতলীবাজারস্থ দৃষ্টি উন্নয়ন সংস্থার কার্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।