২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চকরিয়ার উপকূলে চোরাইকৃত গাছ দিয়ে অবৈধ বোট তৈরি


কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় ইউনিয়ন বদরখালীতে নতুন করে অবৈধ বোট তৈরির কাজে কোমর বেঁধে নেমে পড়েছে ফার্ণিচার ব্যবসায়ীরাসহ একটি প্রভাবশালী মহল। উক্ত ব্যবসায়ী ফার্ণিচার ব্যবসার আড়ালে স্থানিয় পুলিশ ফাঁড়িকে ম্যানেজ করে সরকারী বনবিভাগের মাদার ট্রি দিয়ে নির্মাণ করে যাচ্ছে এসব অবৈধ লবণের বোট।
সরজমিন গিয়ে দেখা গেছে, উপজেলার বদরখালী বাজারের পশ্চিম পাশ্বের বিভিন্ন পয়েন্টে চলতি মৌসুমে মাদার ট্রি গর্জনসহ বিভিন্ন প্রজাতির চোরাইকৃত কাঠ দিয়ে অবৈধভাবে নতুন বোট তৈরীর হিড়িক চলছে। স্থানিয় এলাকাবাসী জানান, বদরখালী বাজার সংলগ্ন এলাকার বিভিন্ন পয়েন্টে বন বিভাগের যোগসাজসে সরকারী বন বিভাগের মাদার ট্রি গর্জনসহ বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছ কেটে অবৈধ স-মিলে চিরাই করে বোট নির্মাণ করছে প্রভাবশালী এ চক্রটি। এ চক্র তৈরীকৃত বোট চড়া দামে বিক্রি করে দেয় ব্যবসায়ীদের কাছে। অভিযোগ উঠেছে, বদরখালী বাজারের ওয়াপদা সড়কের একজন ফার্নিচার ব্যবসায়ী বন বিভাগের অসাধু কর্মকর্তা সাথে আতাঁত করে কাঠ চোরদের মাধ্যমে বছরের পর বছর সরকারী বনাঞ্চলের মাদারট্রি গর্জন গাছ কেটে গোপনে স-মিলে চিরাই করে এসব বোট তৈরী করলে বনবিভাগ রয়েছে নিরব।
এ ব্যাপারে জানতে কক্সবাজার উত্তর বনবিভাগের চকরিয়ার ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা এবিএম জসিম উদ্দিন কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের অবৈধ বোট তৈরীর কথা আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। চকরিয়া উপজেলা নিবার্হী অফিসার সাহেদুল ইসলাম প্রিয় চট্টগ্রামকে বলেন, অবৈধ পস্থায় কোউ যদি বোট তৈরি করে তা হলে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।