২১ এপ্রিল, ২০২৫ | ৮ বৈশাখ, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

চকরিয়ায় আঞ্চলিক মহাসড়কের পাশে দোকান দখলে নিতেই দুর্বৃত্তদের তালা!

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়ায় আঞ্চলিক মহাসড়ক লাগোয়া কোনাখালী বটতলী ষ্টেশন এলাকায় খতিয়ানভুক্ত জায়গায় নির্মিত দোকানঘর একদল দুবৃর্ত্ত তালা লাগিয়ে জোরপূর্বক জবর দখলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।এ নিয়ে ভুক্তভোগীরা চরম আতঙ্কে রয়েছে। বৃহস্পতিবার বিকালে কোনাখালী বটতলী ষ্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় বিরাজ করছে চরম উত্তেজনা।
অভিযোগ সুত্রে জানাযায়,উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলী ষ্টেশন এলাকায় মৃত বশরত আলীর খতিয়ানভুক্ত জায়গায় তার পুত্র মেহেদি হাসান দোকানঘর নির্মাণ করেন।ওই দোকান নির্মিত হওয়ার পর থেকে স্থানীয় একই এলাকার আফলাতুনের পুত্র কাউছার ও আবছারের পুত্র মো.আজম ওই জায়গায় তাদের পৈত্রিক জমি রয়েছে দাবী করে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে বরোধীয় জায়গায় নিয়ে থানা ও উচ্চ আদালতে মামলাও রয়েছে।বুধবার বিকালে আফলাতুন পুত্র কাউছারের নেতৃত্বে ১০/১২জনের একদল ভাড়াটিয়া দুবৃর্ত্তের মাধ্যমে মেহেদী হাসানের নির্মিত দোকানঘরে তালা দেয়। এ নিয়ে এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।ঘটে যেতে পারে যেকোন মুহুর্তে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন,তালা লাগিয়ে দোকান বন্ধ করে দিয়েছে এ কথা কেউ আমাকে জানায়নি। এবং কেউ লিখিত অভিযোগ করেনি।অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।