২২ এপ্রিল, ২০২৫ | ৯ বৈশাখ, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

চকরিয়ায় ইউনিয়ন পরিষদের পাশের ক্ষেত থেকে অজ্ঞাতনামা লাশ উদ্ধার

চকরিয়ায় রাতের আঁধারে ইউনিয়ন পরিষদের পাশের ক্ষেত থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে সহকারি পুলিশ সুপার (চকরিয়া সদর সার্কেল) কাজী মতিউল ইসলাম, চকরিয়া থানার ওসি মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী, ওসি তদন্ত মিজানুর রহমান ও এসআই আবদুল খালেকসহ পুলিশের একটিদল খবর পেয়ে উপজেলার সাহারবিল ইউনিয়ন পরিষদের উত্তর পাশের মচির ক্ষেত থেকে লাশটি উদ্ধার করেন। ওইসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন বাবুলসহ এলাকার বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন।
গতকাল রাত সাড়ে ১১টার দিকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সাহারবিল ইউপি চেয়ারম্যান ও মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিন বাবুল। তিনি বলেন, রাত আটটার দিকে এলাকার কিছু লোক মরিচ ক্ষেতে লাশটি দেখে আমাকে জানায়। পরে বিষয়টি আমি চকরিয়া থানার ওসিকে অবহিত করি। রাত ১১টার দিকে সিনিয়র কর্মকর্তাদের উপস্থিতিতে থানা পুলিশের একটিদল ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে থানায় নিয়েছেন। তিনি বলেন, লাশের পরিচয় এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি স্থানীয় জলদাশপাড়া গ্রামের বাসিন্দা হতে পারে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।